Ajker Patrika

লঞ্চে দুই তরুণীকে মারধরের ঘটনায় যুবক দুই দিনের রিমান্ডে

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার নেহাল আহমেদ ওরফে জিহাদ। ফাইল ছবি
মুন্সিগঞ্জে লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার নেহাল আহমেদ ওরফে জিহাদ। ফাইল ছবি

মুন্সিগঞ্জে লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার নেহাল আহমেদ ওরফে জিহাদকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে মুন্সিগঞ্জ আমলি আদালত-১–এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম এই আদেশ দেন।

এর আগে গত শনিবার নেহাল আহমেদকে আটক করে মুন্সিগঞ্জ সদর থানা–পুলিশ। পরদিন গতকাল রোববার মুক্তারপুর নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিলন বাদী হয়ে নেহাল আহমেদসহ অজ্ঞাতনামা ২০–২৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় যৌন নিপীড়ন, বেআইনি অনুপ্রবেশ, মারধর, ভাঙচুর, হুমকি ও ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা, মুক্তারপুর নৌ পুলিশের এসআই ইমরান আহমেদ বলেন, ‘গতকাল আসামি নেহালের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করি। আজ শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদেশ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। দু–এক দিনের মধ্যে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু হবে।’

নেহাল আহমেদ মুন্সিগঞ্জ সদর উপজেলার যোগনীঘাট এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত, ৯ মে রাতে এমভি ক্যাপ্টেন নামের একটি লঞ্চ মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির সময় ‘পিকনিকে’ আসা কয়েকজন তরুণ–তরুণীর আচরণ নিয়ে আপত্তি তুলে লঞ্চে তল্লাশি চালিয়ে ভাঙচুর ও মারধর করা হয়। দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনাও ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে নেহাল আহমেদ জিহাদকে আটক করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত