Ajker Patrika

আজ থেকে ফরিদপুরে ট্রেন চলাচল বন্ধ 

নিজস্ব প্রতিবেদক
আজ থেকে ফরিদপুরে ট্রেন চলাচল বন্ধ 

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে গতকাল রোববার সকালে প্রজ্ঞাপন জারি করে ফরিদপুর জেলায় সাত দিনের লকডাউন ঘোষণা করে ফরিদপুর জেলা প্রশাসন। প্রজ্ঞাপন অনুযায়ী, আজ সোমবার ভোর ৬টা থেকে আগামী ২৭ জুন মধ্য রাত পর্যন্ত ফরিদপুর, ভাঙা ও বোয়ালমারী পৌরসভা এলাকায় লকডাউন কার্যকর থাকবে। এদিকে লকডাউনের কারণে ফরিদপুরের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

ফরিদপুরের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রাখার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ সফিকুর রহমান। 

মোহাম্মদ সফিকুর রহমান বলেন, 'করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে ফরিদপুর জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এ কারণে রাজশাহী-ঈশ্বরদী-রাজবাড়ী-ভাঙা রুটের ৭৫৬ / ৭৫৫ নং আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন আজ সোমবার হতে চলাচল বন্ধ থাকবে।' 

রাজশাহী সিটি করপোরেশন এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজশাহী হতে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। 

উল্লেখ্য, করোনার কারণে দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর গত ২৪ মে প্রথম দফায় ২৮ জোড়া আন্তনগর এবং মেইল এক্সপ্রেস ও কমিউটার ৯ জোড়া যাত্রীবাহী ট্রেন সারা দেশে চালু করা হয়। এরপর দ্বিতীয় দফায় গত ৯ জুন থেকে আরও ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু করা হয়। এরপর পর্যায়ক্রমে গতকাল রোববার আরও চার জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়।   

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত