গাজীপুর প্রতিনিধি
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যায় জড়িত থাকা ও প্ররোচণার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈরে দুটি হত্যা মামলা রুজু করা হয়েছে। একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শাজাহান খানসহ ৪০০ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে অন্য এক মামলায় সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী, নৌ পরিবহনমন্ত্রীসহ ৩১৬ জনকে আসামি করা হয়েছে। গত সোমবার কালিয়াকৈর থানায় মামলা দুটি নথিভুক্ত করা হয়।
মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শহীদদের নামের তালিকায় বগুড়ার মাহফুজ ও নেত্রকোনার রোস্তম মিয়ার নাম আছে। কিন্তু তাঁদের বিষয়ে কোনো মামলা ইতিপূর্বে হয়নি। তাই তাঁদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বিকেলে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুর আনসার একাডেমি ঘেরাও করে স্থানীয় ছাত্র-জনতা। এ সময় আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ ও লাঠিপেটা করা হয়। এ সময় বেশ কয়েকজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন বগুড়া সদর থানার কুটুরবাড়ী মধ্যপাড়া এলাকার মজনু প্রামাণিকের ছেলে মো. মাহফুজ (৩৫) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার নারাচাতল গ্রামের মো. রোস্তম মিয়া (৪৬)।
এ ঘটনায় নিহত মাহফুজের ভাই আপেল মাহমুদ আদালতের শরণাপন্ন হয়ে ৩০ মে বাদী হয়ে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দাখিল করেছিলেন। পরে আদালতের নির্দেশে কালিয়াকৈর থানায় মামলাটি করা হয়।
মাহফুজ হত্যা মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করে আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী।
মাহফুজের ভাই আপেল মাহমুদের দাবি, মাহফুজ স্থানীয় ইন্টার সফট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার কর্মী ছিলেন। ঘটনার দিন বিকেলে কাজ শেষে মাহফুজ ছাত্র-জনতার মিছিলে যোগ দেন এবং সেখানেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
অপরদিকে নিহত রোস্তম মিয়ার স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে গত সোমবার কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।
রোস্তম মিয়া হত্যা মামলায় ৩১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে। এ ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন ও আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান জানান, মামলা হয়েছে। এখন তদন্ত কর্মকর্তা তদন্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাঁরা ব্যবস্থা নেবেন।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যায় জড়িত থাকা ও প্ররোচণার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈরে দুটি হত্যা মামলা রুজু করা হয়েছে। একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শাজাহান খানসহ ৪০০ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে অন্য এক মামলায় সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী, নৌ পরিবহনমন্ত্রীসহ ৩১৬ জনকে আসামি করা হয়েছে। গত সোমবার কালিয়াকৈর থানায় মামলা দুটি নথিভুক্ত করা হয়।
মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শহীদদের নামের তালিকায় বগুড়ার মাহফুজ ও নেত্রকোনার রোস্তম মিয়ার নাম আছে। কিন্তু তাঁদের বিষয়ে কোনো মামলা ইতিপূর্বে হয়নি। তাই তাঁদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বিকেলে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুর আনসার একাডেমি ঘেরাও করে স্থানীয় ছাত্র-জনতা। এ সময় আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ ও লাঠিপেটা করা হয়। এ সময় বেশ কয়েকজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন বগুড়া সদর থানার কুটুরবাড়ী মধ্যপাড়া এলাকার মজনু প্রামাণিকের ছেলে মো. মাহফুজ (৩৫) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার নারাচাতল গ্রামের মো. রোস্তম মিয়া (৪৬)।
এ ঘটনায় নিহত মাহফুজের ভাই আপেল মাহমুদ আদালতের শরণাপন্ন হয়ে ৩০ মে বাদী হয়ে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দাখিল করেছিলেন। পরে আদালতের নির্দেশে কালিয়াকৈর থানায় মামলাটি করা হয়।
মাহফুজ হত্যা মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করে আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী।
মাহফুজের ভাই আপেল মাহমুদের দাবি, মাহফুজ স্থানীয় ইন্টার সফট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার কর্মী ছিলেন। ঘটনার দিন বিকেলে কাজ শেষে মাহফুজ ছাত্র-জনতার মিছিলে যোগ দেন এবং সেখানেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
অপরদিকে নিহত রোস্তম মিয়ার স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে গত সোমবার কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।
রোস্তম মিয়া হত্যা মামলায় ৩১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে। এ ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন ও আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান জানান, মামলা হয়েছে। এখন তদন্ত কর্মকর্তা তদন্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাঁরা ব্যবস্থা নেবেন।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে