মাদারীপুর প্রতিনিধি
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরে এক রাজমিস্ত্রির ডান হাতের কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে। বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন এই হামলা করেছে বলে পারিবারিকভাবে অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত হুমায়ুন মাতুব্বর (৩০) মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জের রহমান মাতুব্বরের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে মাদারীপুর শহর থেকে নিজ বাড়ি লক্ষ্মীগঞ্জে ফিরছিলেন হুমায়ুন মাতুব্বর। পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আল আমিন হাওলাদার ও তার বাবা আলমগীর হাওলাদার লোকজন নিয়ে রাজমিস্ত্রি হুমায়ূনের ওপর হঠাৎ হামলা চালায়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে জখমসহ ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে। এ সময় হুমায়ূনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা রাজমিস্ত্রিকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় রাতেই হুমায়ুনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, আহত হুমায়ূনের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত চিহ্ন আছে। তা ছাড়া তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ায় অবস্থা আরও বেশি খারাপ হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, যারা হুমায়ূনের ওপর হামলা চালিয়ে তাদের ধরতে পুলিশ কাজ করছে। আহত হুমায়ুন ও অভিযুক্ত আলমগীর হাওলাদারের বিরুদ্ধে একাধিক মামলা আছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন হাওলাদার ও তাঁর বাবা আলমগীর হাওলাদার পলাতক আছে। তাদের মোবাইল ফোনও বন্ধ আছে। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরে এক রাজমিস্ত্রির ডান হাতের কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে। বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন এই হামলা করেছে বলে পারিবারিকভাবে অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত হুমায়ুন মাতুব্বর (৩০) মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জের রহমান মাতুব্বরের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে মাদারীপুর শহর থেকে নিজ বাড়ি লক্ষ্মীগঞ্জে ফিরছিলেন হুমায়ুন মাতুব্বর। পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আল আমিন হাওলাদার ও তার বাবা আলমগীর হাওলাদার লোকজন নিয়ে রাজমিস্ত্রি হুমায়ূনের ওপর হঠাৎ হামলা চালায়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে জখমসহ ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে। এ সময় হুমায়ূনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা রাজমিস্ত্রিকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় রাতেই হুমায়ুনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, আহত হুমায়ূনের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত চিহ্ন আছে। তা ছাড়া তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ায় অবস্থা আরও বেশি খারাপ হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, যারা হুমায়ূনের ওপর হামলা চালিয়ে তাদের ধরতে পুলিশ কাজ করছে। আহত হুমায়ুন ও অভিযুক্ত আলমগীর হাওলাদারের বিরুদ্ধে একাধিক মামলা আছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন হাওলাদার ও তাঁর বাবা আলমগীর হাওলাদার পলাতক আছে। তাদের মোবাইল ফোনও বন্ধ আছে। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৩ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে