আজকের পত্রিকা ডেস্ক
ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণাসহ তিন দফা দাবি নিয়ে শাহবাগে সড়কে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ফেরত ও অন্যান্য দেশ থেকে ফেরত প্রবাসীরা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার সময় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তাদের আটকে দেয় পুলিশ। পুলিশ আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দিলে শাহবাগ-বাংলামোটর সড়কে যানজট সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা জানান, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে। প্রধান উপদেষ্টা বা সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছেন। গত ৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল, যেন প্রবাসীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা বলেন, বারবার আশ্বাস দেওয়া হলেও, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা উপদেষ্টারা কোনো কার্যকর উদ্যোগ নেননি। প্রবাসী শ্রমিকদের দুর্দশা চরমে পৌঁছেছে অথচ সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি।
প্রবাসীদের তিন দাবির মধ্যে রয়েছে— প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দিতে হবে; ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করতে হবে; প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণাসহ তিন দফা দাবি নিয়ে শাহবাগে সড়কে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ফেরত ও অন্যান্য দেশ থেকে ফেরত প্রবাসীরা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার সময় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তাদের আটকে দেয় পুলিশ। পুলিশ আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দিলে শাহবাগ-বাংলামোটর সড়কে যানজট সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা জানান, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে। প্রধান উপদেষ্টা বা সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছেন। গত ৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল, যেন প্রবাসীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা বলেন, বারবার আশ্বাস দেওয়া হলেও, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা উপদেষ্টারা কোনো কার্যকর উদ্যোগ নেননি। প্রবাসী শ্রমিকদের দুর্দশা চরমে পৌঁছেছে অথচ সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি।
প্রবাসীদের তিন দাবির মধ্যে রয়েছে— প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দিতে হবে; ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করতে হবে; প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
অযত্ন আর অবহেলায় নষ্ট হতে চলেছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জব্দ হওয়া কয়েক হাজার নৌকা ও ট্রলার। এসব নৌযান রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ফলে একদিকে যেমন কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে, অন্যদিকে ব্যাপক ক্ষতির মুখে নৌযানের মালিকেরা।
১ ঘণ্টা আগেঠাকুরগাঁও বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকালে তিনজন সাপুড়ে বসে ছিলেন খেলা দেখাতে। কাঠের বাক্স থেকে বের হচ্ছিল গোখরো, কেউটে, চন্দ্রবোড়া, দাঁড়াশ আর অজগর। চারপাশে ভিড় জমলেও দৃশ্যটা যেন একসময়ের তুলনায় ম্লান। এখন আর আগের মতো দর্শকের ভিড় নেই, গাছগাছালির ওষুধেরও কদর নেই।
২ ঘণ্টা আগেবাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল, রোগ পরীক্ষার যন্ত্রপাতি সংকটসহ নানা সমস্যায় ধুঁকছে। এর সঙ্গে রয়েছে দালালদের দৌরাত্ম্য। একসময় স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ ১০-এ থাকা হাসপাতালটি বর্তমানে ৯৩ নম্বরে নেমে গেছে।
২ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে গবাদিপশুর তড়কা রোগ (অ্যানথ্রাক্স) প্রতিরোধে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কিন্তু এ ভ্যাকসিনকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগ উঠেছে। বিভিন্ন কৌশল ও হয়রানির ভয়ভীতি দেখিয়ে ৮০ পয়সার ভ্যাকসিনের জন্য গবাদিপশুর মালিকদের কাছ থেকে আদায় করা হচ্ছে ২০-৩০ টাকা।
২ ঘণ্টা আগে