আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোক্তার হোসেন খান দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর ছত্রচ্ছায়ায় থেকে এসব নেতা পদ্মা নদী থেকে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে দেদার বালু উত্তোলন করছেন। একই কাজ করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোক্তারের মদদে চলছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ শিকদারের অবৈধ ড্রেজার। সেই সঙ্গে মোক্তারের নেতৃত্বে গাওদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মঞ্জিল হোসেন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মেহেদী হাসান খান বিদ্যুৎ ড্রেজার পরিচালনা করছেন।
অনুসন্ধানে জানা যাচ্ছে, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের ফেলে যাওয়া অবৈধ ব্যবসায় হাত লাগাচ্ছেন উপজেলা যুবদলের নেতা-কর্মীরা। কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়ে বাগিয়ে নিচ্ছেন তাঁদের ব্যবসা-বাণিজ্য। কিছুদিন আগে মাওয়া-শিমুলিয়া ঘাট দখলকে কেন্দ্র করে বহিষ্কার করা হয় বিএনপির দুই নেতাকে। এরপরও থেমে নেই উপজেলার বিভিন্ন জায়গায় নেতা-কর্মীদের এমন কর্মকাণ্ড। দল থেকে বিভিন্ন সময় সতর্কবার্তা দিলেও মানছেন না তাঁরা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, মোক্তার আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নেতা রশিদের মাধ্যমে তাঁদের বিভিন্ন নেতা-কর্মীর সঙ্গে সখ্য বজায় রেখে চলতেন। বিগত সময়ে রশিদকে বিভিন্ন সহযোগিতা করেছেন। আগে যাঁরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাঁদের এখন বিএনপির রাজনীতিতে ঢোকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর মঞ্জিল ও বিদ্যুতের ভয়ে কেউ কথা বলতে পারেন না। মুখ খুললেই মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা যুবদলের একাধিক নেতা-কর্মী জানান, প্রভাবশালী নেতা মোক্তার অবৈধ ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িয়েছেন। গত আগস্টে মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের হামলার ঘটনায় অনেকের বিরুদ্ধে মামলা হলেও লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদের বিরুদ্ধে মামলা হতে দেননি যুবদলের আহ্বায়ক মোক্তার। এখানে মোটা অঙ্কের বাণিজ্য হয়েছে বলে অভিযোগ রয়েছে।
জানতে চাইলে মোক্তার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অসত্য বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি কোনো ড্রেজার বাণিজ্যের সঙ্গে জড়িত নই। এগুলো রশিদ সিকদারের লোকজন করে। তাঁর নামে মামলা কেন দেয়নি, সে বিষয়ে আমি অবাক। আমি আওয়ামী লীগ সরকারের আমলে কারা নির্যাতিত নেতা।’
যোগাযোগ করা হলে জেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান মুজিবুর রহমান জানান, কেউ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা যদি উপেক্ষা করে, তাহলে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় যুবদল। আর আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোক্তার হোসেন খান দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর ছত্রচ্ছায়ায় থেকে এসব নেতা পদ্মা নদী থেকে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে দেদার বালু উত্তোলন করছেন। একই কাজ করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোক্তারের মদদে চলছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ শিকদারের অবৈধ ড্রেজার। সেই সঙ্গে মোক্তারের নেতৃত্বে গাওদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মঞ্জিল হোসেন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মেহেদী হাসান খান বিদ্যুৎ ড্রেজার পরিচালনা করছেন।
অনুসন্ধানে জানা যাচ্ছে, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের ফেলে যাওয়া অবৈধ ব্যবসায় হাত লাগাচ্ছেন উপজেলা যুবদলের নেতা-কর্মীরা। কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়ে বাগিয়ে নিচ্ছেন তাঁদের ব্যবসা-বাণিজ্য। কিছুদিন আগে মাওয়া-শিমুলিয়া ঘাট দখলকে কেন্দ্র করে বহিষ্কার করা হয় বিএনপির দুই নেতাকে। এরপরও থেমে নেই উপজেলার বিভিন্ন জায়গায় নেতা-কর্মীদের এমন কর্মকাণ্ড। দল থেকে বিভিন্ন সময় সতর্কবার্তা দিলেও মানছেন না তাঁরা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, মোক্তার আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নেতা রশিদের মাধ্যমে তাঁদের বিভিন্ন নেতা-কর্মীর সঙ্গে সখ্য বজায় রেখে চলতেন। বিগত সময়ে রশিদকে বিভিন্ন সহযোগিতা করেছেন। আগে যাঁরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাঁদের এখন বিএনপির রাজনীতিতে ঢোকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর মঞ্জিল ও বিদ্যুতের ভয়ে কেউ কথা বলতে পারেন না। মুখ খুললেই মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা যুবদলের একাধিক নেতা-কর্মী জানান, প্রভাবশালী নেতা মোক্তার অবৈধ ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িয়েছেন। গত আগস্টে মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের হামলার ঘটনায় অনেকের বিরুদ্ধে মামলা হলেও লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদের বিরুদ্ধে মামলা হতে দেননি যুবদলের আহ্বায়ক মোক্তার। এখানে মোটা অঙ্কের বাণিজ্য হয়েছে বলে অভিযোগ রয়েছে।
জানতে চাইলে মোক্তার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অসত্য বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি কোনো ড্রেজার বাণিজ্যের সঙ্গে জড়িত নই। এগুলো রশিদ সিকদারের লোকজন করে। তাঁর নামে মামলা কেন দেয়নি, সে বিষয়ে আমি অবাক। আমি আওয়ামী লীগ সরকারের আমলে কারা নির্যাতিত নেতা।’
যোগাযোগ করা হলে জেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান মুজিবুর রহমান জানান, কেউ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা যদি উপেক্ষা করে, তাহলে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় যুবদল। আর আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
২ মিনিট আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১৪ মিনিট আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৭ ঘণ্টা আগে