Ajker Patrika

প্রায় দেড় মাস পর কার্যালয় খুলে সভা করল কিশোরগঞ্জ বিএনপি

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রায় দেড় মাস পর কার্যালয় খুলে সভা করল কিশোরগঞ্জ বিএনপি

প্রায় দেড় মাস পর খুলল কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের তালা। আজ শনিবার বিকেলে তালা খুলে শতাধিক নেতা-কর্মী কার্যালয়ে প্রবেশ করেন। পরে সেখানে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ দিকে তালা খোলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করেন। কিন্তু কোনো আটকের খবর পাওয়া যায়নি। 

জেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, দীর্ঘ দেড় মাস পর জেলা বিএনপির কার্যালয়টিতে নেতা-কর্মীরা প্রবেশ করেছেন। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভাকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে জেলা শহরের স্টেশন রোডের কার্যালয়টি। গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এর রেশ ধরে দেড় মাসের বেশি সময় ধরে তালাবদ্ধ দলটির কিশোরগঞ্জ জেলা কার্যালয়। জেলাজুড়ে গ্রেপ্তার অভিযানে আতঙ্কিত নেতা-কর্মীরা কার্যালয়মুখী হননি খুব একটা। 

আলোচনা সভায় অংশ নিতে আসা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ সময় পর দলীয় কর্মসূচিতে সরব হতে পেরে তাঁদের ভালো লাগছে। এ ছাড়া তারা আবার সরকার পতনের আন্দোলনে উজ্জীবিত হবেন। 

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি ও সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর আলম মোল্লা। 

এতে প্রধান অতিথি ছিলেন—আমিরুজ্জামান জামান। সভায় প্রধান বক্তা ছিলেন সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন। 

এতে বিশেষ অতিথি ছিলেন—জেলা বিএনপির সহসভাপতি রুহুল হোসাইন। সভাটি সঞ্চালনায় ছিলেন-জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আইনজীবী ফয়জুল করিম মুবিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত