Ajker Patrika

ফরিদপুরে মহাসড়কে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের ২ যাত্রী নিহত

ফরিদপুর প্রতিনিধি
দুর্ঘটনার শিকার বাস। ছবি: সংগৃহীত
দুর্ঘটনার শিকার বাস। ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এর আগে সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালীর মেছোরদিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মেছোরদিয়া গ্রামের মিঠুন ব্যাপারীর ছেলে মিনহাজ ব্যাপারী (১৫) ও কোটবাড়ির লক্ষ্মণদিয়া গ্রামের মৃত হাছেন মাতুব্বরের ছেলে সোহরাফ মাতুব্বর (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলার মেছোরদিয়া মোড়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যান মহাসড়ক পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস অটোভ্যানটিকে ধাক্কা দিলে অটোভ্যানে থাকা চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মধ্যে একজন ও ঢাকায় নেওয়ার পথে আরেকজন মারা যান।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক ও চালকের সহযোগী পালিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত