সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন সামীমের (প্রতীক আনারস) নির্বাচনীয় ক্যাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে খাসের চর বাজারের নির্বাচনীয় ক্যাম্পে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার কর্মী-সমর্থকেরা এ হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় চেয়ারম্যান প্রার্থী সামীমের ছয়জন কর্মী ও সমর্থক আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা নির্বাচনীয় ক্যাম্পের কয়েকটি চেয়ার, টেবিল ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। সামীমের নির্বাচনীয় পোস্টার ছিঁড়ে ফেলে তার কর্মী সমর্থকদের লাঞ্ছিত করার ঘটনাও ঘটে।
হামলায় আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন সামীমের খাসেরচর বাজার এলাকায় নির্বাচনী ক্যাম্পে বসে গল্প করছিলেন তার কর্মীসমর্থকেরা। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার কর্মী যুবলীগ নেতা সাইফুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য আরিফুল ইসলামের নেতৃত্বে ২৫-৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায়। হামলায় খাসেরচর গ্রামের আলী খান, বারেক খান, কালাম মিয়া, শুকুর আলী, ফজলুল হক ও দ্বীন ইসলাম আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কথা বলতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি ফোন রিসিভ করেননি।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন শামীম বলেন, নৌকার প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার কর্মী ও সমর্থকেরা কয়েক দিন ধরেই আমার লোকজনদের হুমকি ধামকি দিচ্ছিল। গতকাল সন্ধ্যায় খাসের চর নির্বাচনীয় ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায়। নিশ্চিত পরাজয় জেনে তিনি তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। ছিঁড়ে ফেলা হচ্ছে আমার আনারস মার্কার পোস্টার। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) মো. রেজাউল হক বলেন, মোহাম্মদ ইকবাল হোসেন সামীমের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও কর্মীদের মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন সামীমের (প্রতীক আনারস) নির্বাচনীয় ক্যাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে খাসের চর বাজারের নির্বাচনীয় ক্যাম্পে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার কর্মী-সমর্থকেরা এ হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় চেয়ারম্যান প্রার্থী সামীমের ছয়জন কর্মী ও সমর্থক আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা নির্বাচনীয় ক্যাম্পের কয়েকটি চেয়ার, টেবিল ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। সামীমের নির্বাচনীয় পোস্টার ছিঁড়ে ফেলে তার কর্মী সমর্থকদের লাঞ্ছিত করার ঘটনাও ঘটে।
হামলায় আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন সামীমের খাসেরচর বাজার এলাকায় নির্বাচনী ক্যাম্পে বসে গল্প করছিলেন তার কর্মীসমর্থকেরা। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার কর্মী যুবলীগ নেতা সাইফুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য আরিফুল ইসলামের নেতৃত্বে ২৫-৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায়। হামলায় খাসেরচর গ্রামের আলী খান, বারেক খান, কালাম মিয়া, শুকুর আলী, ফজলুল হক ও দ্বীন ইসলাম আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কথা বলতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি ফোন রিসিভ করেননি।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন শামীম বলেন, নৌকার প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার কর্মী ও সমর্থকেরা কয়েক দিন ধরেই আমার লোকজনদের হুমকি ধামকি দিচ্ছিল। গতকাল সন্ধ্যায় খাসের চর নির্বাচনীয় ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায়। নিশ্চিত পরাজয় জেনে তিনি তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। ছিঁড়ে ফেলা হচ্ছে আমার আনারস মার্কার পোস্টার। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) মো. রেজাউল হক বলেন, মোহাম্মদ ইকবাল হোসেন সামীমের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও কর্মীদের মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১৩ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৪১ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
১ ঘণ্টা আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে