গোপালগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ‘সাংবাদিকদের কল্যাণে আমরা কাজ করছি। দেশে হলুদ সাংবাদিকতা বেড়ে গেছে। অপসাংবাদিকতা নিয়ন্ত্রণ করতে না পারলে সাংবাদিকদের পেশাদারিত্ব থাকবে না।’ এ সময় তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করে হয়রানি বন্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল নয়, বরং আইন সংশোধনের ওপর গুরুত্বারোপ করেন।
আজ বুধবার গোপালগঞ্জ সার্কিট হাউসের সভাকক্ষে প্রিন্ট–ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, ‘সারা দেশের সাংবাদিকদের একটি ডিজিটাল ডেটাবেইস তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকদেরও তাদের কাজে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
পত্রিকা মালিকদের উদ্দেশ্যে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘মফস্বলে সাংবাদিকেরা বেতন পান না। সাংবাদিকেরা কাজ করবে, কিন্তু তাদের বেতন দেবেন না-তা হবে না। ওয়েজ বোর্ডে যে বেনিফিট দেওয়া হয়েছে পত্রিকা মালিকেরা তা মেনে নিন। সাংবাদিকেরা খেয়ে দেয়ে বেঁচে থাক।’
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. মাইনুল ইসলাম।
বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, উৎপল কুমার সরকার, এম টি কিবরিয়া, প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি জোবায়ের আহমেদ, সাংবাদিক রবীন্দ্র নাথ অধিকারী, এস এম হুমায়ূন কবীর, আসাদুজ্জামান বাবুল, নীতিশ চন্দ্র বিশ্বাস, প্রসুন মণ্ডল, মোস্তফা জামান প্রমুখ।
এর আগে বিচারপতি মো. নিজামুল হক নাসিম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তিনি।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ‘সাংবাদিকদের কল্যাণে আমরা কাজ করছি। দেশে হলুদ সাংবাদিকতা বেড়ে গেছে। অপসাংবাদিকতা নিয়ন্ত্রণ করতে না পারলে সাংবাদিকদের পেশাদারিত্ব থাকবে না।’ এ সময় তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করে হয়রানি বন্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল নয়, বরং আইন সংশোধনের ওপর গুরুত্বারোপ করেন।
আজ বুধবার গোপালগঞ্জ সার্কিট হাউসের সভাকক্ষে প্রিন্ট–ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, ‘সারা দেশের সাংবাদিকদের একটি ডিজিটাল ডেটাবেইস তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকদেরও তাদের কাজে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
পত্রিকা মালিকদের উদ্দেশ্যে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘মফস্বলে সাংবাদিকেরা বেতন পান না। সাংবাদিকেরা কাজ করবে, কিন্তু তাদের বেতন দেবেন না-তা হবে না। ওয়েজ বোর্ডে যে বেনিফিট দেওয়া হয়েছে পত্রিকা মালিকেরা তা মেনে নিন। সাংবাদিকেরা খেয়ে দেয়ে বেঁচে থাক।’
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. মাইনুল ইসলাম।
বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, উৎপল কুমার সরকার, এম টি কিবরিয়া, প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি জোবায়ের আহমেদ, সাংবাদিক রবীন্দ্র নাথ অধিকারী, এস এম হুমায়ূন কবীর, আসাদুজ্জামান বাবুল, নীতিশ চন্দ্র বিশ্বাস, প্রসুন মণ্ডল, মোস্তফা জামান প্রমুখ।
এর আগে বিচারপতি মো. নিজামুল হক নাসিম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তিনি।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
২ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
২ ঘণ্টা আগে