Ajker Patrika

বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২  

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি
বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২  

মানিকগঞ্জের সিঙ্গাইরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মাহমুদুল হাসান রনি(২০) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি পার্শ্ববর্তী চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামের নোয়াব আলীর ছেলে। এ ঘটনায় স্থানীয় ইয়ামিন ও আলিফ নামে সন্দেহভাজন দুজনকে আটক করেছেন থানা-পুলিশ।

নিহতের স্বজন ও থানা-পুলিশ জানান, গতকাল মঙ্গলবার ঈদের দিন বিকেলে মোটরসাইকেলে দুই বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হয় রনি। তারা উপজেলার শায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে মোটরসাইকেলের গতিরোধ করে প্রতিপক্ষের ৫/৬ জন লোক। এরপর রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে রনিকে কোপাতে থাকে। একপর্যায়ে সে দৌড়ে এক বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়েও তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার মানিকনগর ও শাহরাইল গ্রামের যুবক এবং কিশোরদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ওই বিরুদ্ধের জেরেই এই হত্যার ঘটনা ঘটেছে।

সিঙ্গাইর থানার উপপরিদর্শক(এসআই) মো. মাহফুজ রানা বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গতকাল সন্ধ্যায় সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মূল আসামিসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত