ঢাবি প্রতিনিধি
অগ্নি-সন্ত্রাসের নতুন ভার্সন হত্যার হুমকি দেওয়া বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকিদাতা বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে’ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে এক মানববন্ধনে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন উপাচার্য।
উপাচার্য বলেন, ‘যে লোকটি ভাষায় প্রকাশ করা যায় না, এমন শব্দ দিয়ে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে—সেটি ক্ষমার অযোগ্য বিষয়। এটি বিচ্ছিন্নভাবে কোনো এক অঞ্চলের নিচু বা নিম্ন পর্যায়ের কোনো নেতার বক্তব্য নয়, এটি গভীর ষড়যন্ত্রের অংশ। সেটির মধ্যে দিয়ে নীলনকশা প্রণয়নের একটি ইঙ্গিত। এমন একটি সময়ের রাজনীতি বাংলাদেশে আবির্ভূত হয়েছিল, যেটি আপনাদের জানা আছে! যে সময় নানা ধরনের পেট্রলবোমা, অগ্নিসংযোগের মধ্য দিয়ে নীলনকশা প্রণয়ন করা হয়েছে। সে সময় নানা ধরনের অগ্নি-সন্ত্রাস প্রণীত হয়েছিল। যেটিকে আমরা বলছি অগ্নি-সন্ত্রাস। এটি এখন কৌশল পরিবর্তন করেছে, অগ্নিকাণ্ডের নতুন এক ভার্সন হলো হত্যার হুমকি দেওয়া।’
এ ধরনের (হত্যার হুমকি) কাজের সঙ্গে যারা জড়িত, তাদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য গ্রেপ্তার করা হোক এবং দেশের প্রচলিত আইনে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা জরুরি বলে মনে করেন উপাচার্য।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ বলেন, ‘এই রাজনৈতিক দলটি (বিএনপি) খুনি রাজনৈতিক দল হিসেবে দেশে-বিদেশে যেমন পরিচিতি পেয়েছে এবং হত্যাকাণ্ডকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যেমন তারা অতীতেও লিপ্ত ছিল, এখনো আছে। এরা সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে হত্যাকাণ্ড সংঘটিত করা, অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসা—এই কাজগুলো জন্মলগ্ন থেকেই করে আসছে। ক্যান্টনমেন্টে তাদের জন্ম। সুতরাং, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী যে উন্নয়নের ধারা, দেশকে যে অর্থনৈতিকভাবে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন; সামগ্রিকভাবে সকল সূচকে তিনি আজকে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে যে অবস্থানে নিয়ে গেছেন—তাতে করে কিছু কিছু বিদেশি অপশক্তি কর্তৃক উসকানি পেয়ে কেউ কেউ মনে করছেন তারা ক্ষমতায় চলে আসবে। কিন্তু ক্ষমতা তো এত কাছে নয়!’
অগ্নি-সন্ত্রাসের নতুন ভার্সন হত্যার হুমকি দেওয়া বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকিদাতা বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে’ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে এক মানববন্ধনে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন উপাচার্য।
উপাচার্য বলেন, ‘যে লোকটি ভাষায় প্রকাশ করা যায় না, এমন শব্দ দিয়ে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে—সেটি ক্ষমার অযোগ্য বিষয়। এটি বিচ্ছিন্নভাবে কোনো এক অঞ্চলের নিচু বা নিম্ন পর্যায়ের কোনো নেতার বক্তব্য নয়, এটি গভীর ষড়যন্ত্রের অংশ। সেটির মধ্যে দিয়ে নীলনকশা প্রণয়নের একটি ইঙ্গিত। এমন একটি সময়ের রাজনীতি বাংলাদেশে আবির্ভূত হয়েছিল, যেটি আপনাদের জানা আছে! যে সময় নানা ধরনের পেট্রলবোমা, অগ্নিসংযোগের মধ্য দিয়ে নীলনকশা প্রণয়ন করা হয়েছে। সে সময় নানা ধরনের অগ্নি-সন্ত্রাস প্রণীত হয়েছিল। যেটিকে আমরা বলছি অগ্নি-সন্ত্রাস। এটি এখন কৌশল পরিবর্তন করেছে, অগ্নিকাণ্ডের নতুন এক ভার্সন হলো হত্যার হুমকি দেওয়া।’
এ ধরনের (হত্যার হুমকি) কাজের সঙ্গে যারা জড়িত, তাদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য গ্রেপ্তার করা হোক এবং দেশের প্রচলিত আইনে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা জরুরি বলে মনে করেন উপাচার্য।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ বলেন, ‘এই রাজনৈতিক দলটি (বিএনপি) খুনি রাজনৈতিক দল হিসেবে দেশে-বিদেশে যেমন পরিচিতি পেয়েছে এবং হত্যাকাণ্ডকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যেমন তারা অতীতেও লিপ্ত ছিল, এখনো আছে। এরা সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে হত্যাকাণ্ড সংঘটিত করা, অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসা—এই কাজগুলো জন্মলগ্ন থেকেই করে আসছে। ক্যান্টনমেন্টে তাদের জন্ম। সুতরাং, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী যে উন্নয়নের ধারা, দেশকে যে অর্থনৈতিকভাবে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন; সামগ্রিকভাবে সকল সূচকে তিনি আজকে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে যে অবস্থানে নিয়ে গেছেন—তাতে করে কিছু কিছু বিদেশি অপশক্তি কর্তৃক উসকানি পেয়ে কেউ কেউ মনে করছেন তারা ক্ষমতায় চলে আসবে। কিন্তু ক্ষমতা তো এত কাছে নয়!’
ময়মনসিংহের ভালুকায় চায়ের দোকানে বসে থাকা এক ব্যক্তিকে পেছন থেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবণকোঠা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম রতন (৪০)। তিনি ওই গ্রামের মিয়াজ উদ্দিনের ছেলে।
১১ মিনিট আগেছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক স্কুলশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মনিরুল ইসলাম। তিনি গোদাগাড়ীর মহিষালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক। আজ মঙ্গলবার বিদ্যালয়ের ১৩ জন ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে
৩৮ মিনিট আগেআমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার কানসাট রাজবাড়ী মাঠে এই সম্মেলন হয়। ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে এই সম্মেলনে দেশের বিভিন্ন জেলার প্রায় ৩৫০ জন আম উদ্যোক্তা অংশ নেন।
৪২ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। বিভাগটির নতুন নাম সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএমই)। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে