Ajker Patrika

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার আজিজুর মোল্যা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দীন। তিনি বলেন, ‘আজিজুর মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। ওই দেশে থাকা আমাদের এলাকার লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কীভাবে তাঁর লাশ দেশে আনা হবে সে বিষয়ও আলোচনা চলছে।’

নিহত আজিজুর উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতা গ্রামে কালাম মোল্যার ছেলে। এদিকে আজিজুর মোল্যার মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যদের মাঝে মাতম শুরু হয়েছে।

বাতা গ্রামের সাবেক ইউপি সদস্য ইয়াদ আলী বলেন, ‘প্রায় এক বছর আগে সংসারে সচ্ছলতা ফেরানোর জন্য ঋণ করে মালয়েশিয়ায় পাড়ি জমান আজিজুর। চার ভাইয়ের মধ্যে আজিজুর সবার ছোট। বড় ভাইয়েরা সবাই বিয়ে করে যার যার মতো আলাদা সংসার গড়েছেন। আর আজিজুর তার বয়স্ক মা-বাবাকে নিয়ে থাকতেন। বিদেশে যাওয়ার পর তার টাকায় চলতো মা-বাবার সংসার। আজিজুর মোল্যার মৃত্যুর খবর শুনে বৃদ্ধ মা ও বাবা বারবার মূর্ছা যাচ্ছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত