নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় পানিবাহিত রোগ ডায়রিয়ার তীব্রতা কমাতে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সেবা কার্যক্রম এগিয়ে নিতে সহায়তার হাত বাড়িয়েছে চিকিৎসকদের আন্তর্জাতিক দাতব্য সংগঠন ডক্টর উইদাউট বর্ডারস বা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশকে (আইসিডিডিআরবি, বি) ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিয়েছে সংগঠনটি। চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে ঢাকার বিভিন্ন হাসপাতালে স্বাভাবিকের চেয়ে বেশি হারে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় এই সহযোগিতা প্রদান করা হয়।
চলতি মাসের ৩ থেকে ৮ তারিখের মধ্যে এমএসএফ ক্যাথেটার, রিহাইড্রেশান সল্ট এবং ক্ষত নিরাময়ের জন্য ১২ হাজার ৭০০ প্যাকেজ চিকিৎসাসামগ্রীসহ মোট ৫ হাজার লিটার সমমানের ওষুধ এবং স্যালাইন সলিউশন একত্রিত করে পাঠানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
কেবল সহায়তা পাঠিয়েই ক্ষান্ত নয় এমএসএফ। সঙ্গে জানিয়েছে, বাংলাদেশের ডায়রিয়া পরিস্থিতির পর্যবেক্ষণ চালিয়ে যাবে এবং প্রয়োজনে যেকোনো জরুরি অবস্থায় ঘনিষ্ঠভাবে আইসিডিডিআর,বিকে আরও সহায়তা দেবে।
এদিকে আইসিডিডিআরবি থেকে প্রাপ্ত তথ্যানুসারে, ঢাকায় ১৭ মার্চ থেকে প্রতিদিন গড়ে ১ হাজারেরও বেশি রোগী পানিবাহিত রোগ ডায়রিয়ার নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ক্রমবর্ধমান এই রোগীর সংখ্যা ঢাকার বিভিন্ন হাসপাতাল ও তার কার্যক্ষমতার ওপর বিরূপ প্রভাব ফেলছে।
সম্প্রতি আইসিডিডিআর,বি হাসপাতালের প্রধান ড. বাহারুল আলমের সঙ্গে এসব অনুদান সামগ্রী নিয়ে দেখা করেন এমএসএফের কামরাঙ্গীরচরের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মাদ আবু তাহের, মেডিকেল টিম লিডার জোবিন জোসেফ, অকুপেশনাল হেলথ অফিসার মাহমুদ ইমরান তালুকদার।
ঢাকায় পানিবাহিত রোগ ডায়রিয়ার তীব্রতা কমাতে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সেবা কার্যক্রম এগিয়ে নিতে সহায়তার হাত বাড়িয়েছে চিকিৎসকদের আন্তর্জাতিক দাতব্য সংগঠন ডক্টর উইদাউট বর্ডারস বা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশকে (আইসিডিডিআরবি, বি) ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিয়েছে সংগঠনটি। চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে ঢাকার বিভিন্ন হাসপাতালে স্বাভাবিকের চেয়ে বেশি হারে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় এই সহযোগিতা প্রদান করা হয়।
চলতি মাসের ৩ থেকে ৮ তারিখের মধ্যে এমএসএফ ক্যাথেটার, রিহাইড্রেশান সল্ট এবং ক্ষত নিরাময়ের জন্য ১২ হাজার ৭০০ প্যাকেজ চিকিৎসাসামগ্রীসহ মোট ৫ হাজার লিটার সমমানের ওষুধ এবং স্যালাইন সলিউশন একত্রিত করে পাঠানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
কেবল সহায়তা পাঠিয়েই ক্ষান্ত নয় এমএসএফ। সঙ্গে জানিয়েছে, বাংলাদেশের ডায়রিয়া পরিস্থিতির পর্যবেক্ষণ চালিয়ে যাবে এবং প্রয়োজনে যেকোনো জরুরি অবস্থায় ঘনিষ্ঠভাবে আইসিডিডিআর,বিকে আরও সহায়তা দেবে।
এদিকে আইসিডিডিআরবি থেকে প্রাপ্ত তথ্যানুসারে, ঢাকায় ১৭ মার্চ থেকে প্রতিদিন গড়ে ১ হাজারেরও বেশি রোগী পানিবাহিত রোগ ডায়রিয়ার নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ক্রমবর্ধমান এই রোগীর সংখ্যা ঢাকার বিভিন্ন হাসপাতাল ও তার কার্যক্ষমতার ওপর বিরূপ প্রভাব ফেলছে।
সম্প্রতি আইসিডিডিআর,বি হাসপাতালের প্রধান ড. বাহারুল আলমের সঙ্গে এসব অনুদান সামগ্রী নিয়ে দেখা করেন এমএসএফের কামরাঙ্গীরচরের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মাদ আবু তাহের, মেডিকেল টিম লিডার জোবিন জোসেফ, অকুপেশনাল হেলথ অফিসার মাহমুদ ইমরান তালুকদার।
আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
৪ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর (চলতি দায়িত্ব) জাহাঙ্গীর আলমকে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ফাতেমাতুজ্জোহুরা নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। উপজেলা রিসোর্স সেন্টার কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই শিক্ষকের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট
১০ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের ৩৪ লাখ টাকা এক দিনে ব্যাংক থেকে তুলে হল প্রভোস্ট তাঁর পারিবারিক কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। এ খবর জানাজানি হওয়ার পর আগামী ৬ মাসের মধ্যে এই টাকা হলে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
১৩ মিনিট আগেমধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
৩৭ মিনিট আগে