গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে রাস্তার পাশ থেকে মোসা. আছিয়া বেগম (৩৪) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালে মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া আকসা মসজিদের গলির ভেতরে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারী টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার চাকুরিয়া হাওলভাঙ্গা এলাকার আমির হোসেনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম।
ওসি জানান, সুরতহাল প্রতিবেদন এবং পোশাকের বর্ণনা থেকে ধারণা করা হচ্ছে, গেল রাতে কোনো এক সময় তাঁকে শারীরিকভাবে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে হত্যাকারী পালিয়ে গেছে।
স্থানীয়রা জানায়, এই গলির ভেতরে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বাসার ময়লা ফেলতে গেলে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে বিষয়টি জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ওই নারীর গায়ে আকাশি রঙের জ্যাকেট পরা ছিল।
ওসি জিয়াউল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ গিয়ে অজ্ঞাতপরিচয় হিসাবে নারীর লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের আঙুলের ছাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র দিয়ে তাঁর পরিচয় শনাক্ত করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।
গাজীপুরে রাস্তার পাশ থেকে মোসা. আছিয়া বেগম (৩৪) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালে মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া আকসা মসজিদের গলির ভেতরে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারী টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার চাকুরিয়া হাওলভাঙ্গা এলাকার আমির হোসেনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম।
ওসি জানান, সুরতহাল প্রতিবেদন এবং পোশাকের বর্ণনা থেকে ধারণা করা হচ্ছে, গেল রাতে কোনো এক সময় তাঁকে শারীরিকভাবে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে হত্যাকারী পালিয়ে গেছে।
স্থানীয়রা জানায়, এই গলির ভেতরে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বাসার ময়লা ফেলতে গেলে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে বিষয়টি জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ওই নারীর গায়ে আকাশি রঙের জ্যাকেট পরা ছিল।
ওসি জিয়াউল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ গিয়ে অজ্ঞাতপরিচয় হিসাবে নারীর লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের আঙুলের ছাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র দিয়ে তাঁর পরিচয় শনাক্ত করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।
সমুদ্রসৈকতে উড়োজাহাজ লক্ষ্য করে এক তরুণের ফুটবল ছুড়ে মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার সকাল থেকে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওটির আশপাশের দৃশ্য দেখে বোঝা গেল, এটি কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকা থেকে ধারণ করা হয়ে
২ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে সড়কের দুই পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে গিয়ে তোপের মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় তাঁর ওপর চড়াও হন ফুটপাত দখলকারী দোকানদারেরা।
৭ মিনিট আগেখুলনার দাকোপ উপজেলায় জমি দখল করতে অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাট করা হয়েছে। তারপর সেই জমিতে বেসরকারি শিপইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। আজ শনিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জমির মালিক ক্ষতিগ্রস্ত ছয়জন এই অভিযোগ করেন।
১৬ মিনিট আগেরাজবাড়ীর পাংশায় ইউনিয়ন যুবদল কর্মী রাশিদুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। পূর্বশত্রুতার জেরে আজ শনিবার সকালে উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে