Ajker Patrika

মুন্সিগঞ্জে মাদকসহ একই পরিবারের ৫ জনসহ গ্রেপ্তার ৬ 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ১৪
মুন্সিগঞ্জে মাদকসহ একই পরিবারের ৫ জনসহ গ্রেপ্তার ৬ 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গাঁজা ও ইয়াবাসহ একই পরিবারের পাঁচজনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল রোববার রাতে উপজেলার মালখানগর ইউনিয়নের রথবাড়ি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন উপজেলার মালখানগর ইউনিয়নের রথবাড়ি গ্রামের মজিবুর রহমান (৫৫), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৪৮), দুই ছেলে জাহিদ হাসান (৩২) ও নাহিদ হাসান (২৮), নাহিদের স্ত্রী জাকিয়া বেগম (২১) এবং উপজেলার কাজীরভাগ এলাকার স্বপন হাওলাদারের ছেলে মো. আশিক হাওলাদার (২৪)। 

আজ সোমবার বেলা ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, এক পরিবারের সবাই মাদক কারবারে যুক্ত এমন তথ্যে অভিযান চালানো হয়। এ সময় একই পরিবারের পাঁচজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫১টি ইয়াবা ও ৩৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

ওসি আরও বলেন, পরিবারটির সদস্যরা এলাকার যুবক, স্কুলছাত্রসহ উঠতি বয়সীদের কাছে মাদক বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত