Ajker Patrika

শ্রীপুরে বস্ত্র কারখানার তুলার গুদামে আগুন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৩: ৪৫
শ্রীপুরে বস্ত্র কারখানার তুলার গুদামে আগুন

গাজীপুরের শ্রীপুরে একটি টেক্সটাইল কারখানার তুলার গুদামে আগুন লেগেছে। এতে আগুনের লেলিহান শিখা আকাশের অনেক উঁচু পর্যন্ত যাচ্ছে। আগুনের ঘটনায় আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামে সিআরসির মালিকানাধীন এসবিএস টেক্সটাইল মিলস লিমিটেড নামক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আগুনের ঘটনায় আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছেকারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ‘দুপুর পৌনে ১২টার দিকে কারখানার তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। পরবর্তী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।’ 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছেএ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট অল্প সময়ের মধ্যে যোগ দেবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত