নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নারী কাউন্সিলরকে লাঞ্ছিতের ঘটনায় ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামসুজ্জোহাকে বরখাস্ত করা হয়েছে। গত ৭ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব শামছুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।
আজ রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদ করা সংরক্ষিত নারী কাউন্সিলর সানিয়া আক্তারকে শারীরিকভাবে আঘাত করার ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। অভিযুক্ত কাউন্সিলরকে বরখাস্ত হওয়ার বিষয়টি আমাদের তরফ থেকে অবগত করা হয়েছে।’
এর আগে গত ৫ মার্চ নারী কাউন্সিলর সানিয়া আক্তারকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামসুজ্জোহা ও তার অনুসারীদের বিরুদ্ধে। মূলত ওই ওয়ার্ডে টিসিবি পণ্য নিজেদের লোকদের মধ্যে বিতরণের প্রতিবাদ করায় এই ঘটনা ঘটে।
পরে ভুক্তভোগী বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে কাউন্সিলর সামসুজ্জোহা, তার ভাই জাহাঙ্গীর ও রিপনকে অভিযুক্ত করা হয়। তবে এর একদিন পর কাউন্সিলর সামসুজ্জোহা শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন দাবি করে পাল্টা অভিযোগ দেন ভুক্তভোগীর বিরুদ্ধে।
সানিয়া আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সামসুজ্জোহা গত বছরের ৯ জানুয়ারি ২ হাজার পরিবারের জন্য আসা টিসিবির পণ্য বিক্রি করে দেন। সেই কারণে ঘটনার দিন তার ওয়ার্ডে এক হাজার ৯০০ পরিবারের জন্য আসা টিসিবির পণ্য বিতরণের আগে গণনা করে দেখতে চাই। এতেই ক্ষিপ্ত হয়ে উঠে সামসুজ্জোহা। আমাকে গালাগালির পর চড়–থাপ্পড় মারে সে। আমার সচিব নাঈমকেও মারধর করে তার লোকজন।’
অপদিকে সামসুজ্জোহা বলেন ‘টিসিবির পণ্য গণনা করতে গেলে দেরি হবে এবং পণ্য নিতে আসা লোকজন হয়রানির শিকার হবে, এটা বলায় সে আমার সঙ্গে তর্ক করতে থাকে। সে উল্টো আমাকে মারধর করেছে।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নারী কাউন্সিলরকে লাঞ্ছিতের ঘটনায় ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামসুজ্জোহাকে বরখাস্ত করা হয়েছে। গত ৭ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব শামছুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।
আজ রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদ করা সংরক্ষিত নারী কাউন্সিলর সানিয়া আক্তারকে শারীরিকভাবে আঘাত করার ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। অভিযুক্ত কাউন্সিলরকে বরখাস্ত হওয়ার বিষয়টি আমাদের তরফ থেকে অবগত করা হয়েছে।’
এর আগে গত ৫ মার্চ নারী কাউন্সিলর সানিয়া আক্তারকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামসুজ্জোহা ও তার অনুসারীদের বিরুদ্ধে। মূলত ওই ওয়ার্ডে টিসিবি পণ্য নিজেদের লোকদের মধ্যে বিতরণের প্রতিবাদ করায় এই ঘটনা ঘটে।
পরে ভুক্তভোগী বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে কাউন্সিলর সামসুজ্জোহা, তার ভাই জাহাঙ্গীর ও রিপনকে অভিযুক্ত করা হয়। তবে এর একদিন পর কাউন্সিলর সামসুজ্জোহা শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন দাবি করে পাল্টা অভিযোগ দেন ভুক্তভোগীর বিরুদ্ধে।
সানিয়া আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সামসুজ্জোহা গত বছরের ৯ জানুয়ারি ২ হাজার পরিবারের জন্য আসা টিসিবির পণ্য বিক্রি করে দেন। সেই কারণে ঘটনার দিন তার ওয়ার্ডে এক হাজার ৯০০ পরিবারের জন্য আসা টিসিবির পণ্য বিতরণের আগে গণনা করে দেখতে চাই। এতেই ক্ষিপ্ত হয়ে উঠে সামসুজ্জোহা। আমাকে গালাগালির পর চড়–থাপ্পড় মারে সে। আমার সচিব নাঈমকেও মারধর করে তার লোকজন।’
অপদিকে সামসুজ্জোহা বলেন ‘টিসিবির পণ্য গণনা করতে গেলে দেরি হবে এবং পণ্য নিতে আসা লোকজন হয়রানির শিকার হবে, এটা বলায় সে আমার সঙ্গে তর্ক করতে থাকে। সে উল্টো আমাকে মারধর করেছে।’
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২৩ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে