গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণ মামলায় শফিকুল ইসলাম শফিক নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শফিকুল ইসলাম শফিক (৪৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের খন্দকার আজিজের ছেলে। তিনি মাওনা এলাকার শফিকমোড় এলাকায় শফিক ফার্মেসি নামে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।
ভুক্তভোগী দশ বছর বয়সী শিশুর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। তার মা একজন পোশাক কারখানার শ্রমিক। শিশুটি তার মায়ের সঙ্গে শ্রীপুরে থাকত।
ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে করে বলেন, ‘ওই ওষুধ ব্যবসায়ী স্থানীয় লোক। তবুও আমি যে বাসায় ভাড়া থাকি একই বাসায় সে একটি রুম ভাড়া নিয়ে মাঝেমধ্যে অবস্থান করে। বিভিন্ন মেয়ে আনতো। বিষয়টি একাধিকবার বাড়ির মালিককে জানানো হয়। গত তিন দিন আগে আমি কারখানায় চলে গেলে সে আমার শিশুকন্যাকে জোর করে তুলে নিয়ে তাকে নির্যাতন করে। বিষয়টি আমাকে জানানোর পরপরই আমি থানা-পুলিশকে জানাই। এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণ মামলায় শফিকুল ইসলাম শফিক নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শফিকুল ইসলাম শফিক (৪৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের খন্দকার আজিজের ছেলে। তিনি মাওনা এলাকার শফিকমোড় এলাকায় শফিক ফার্মেসি নামে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।
ভুক্তভোগী দশ বছর বয়সী শিশুর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। তার মা একজন পোশাক কারখানার শ্রমিক। শিশুটি তার মায়ের সঙ্গে শ্রীপুরে থাকত।
ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে করে বলেন, ‘ওই ওষুধ ব্যবসায়ী স্থানীয় লোক। তবুও আমি যে বাসায় ভাড়া থাকি একই বাসায় সে একটি রুম ভাড়া নিয়ে মাঝেমধ্যে অবস্থান করে। বিভিন্ন মেয়ে আনতো। বিষয়টি একাধিকবার বাড়ির মালিককে জানানো হয়। গত তিন দিন আগে আমি কারখানায় চলে গেলে সে আমার শিশুকন্যাকে জোর করে তুলে নিয়ে তাকে নির্যাতন করে। বিষয়টি আমাকে জানানোর পরপরই আমি থানা-পুলিশকে জানাই। এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১২ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৬ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড ঘটে।
১৯ মিনিট আগেকর্মসূচিতে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের সব বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছি। কিন্তু বর্তমানে এই প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের সঙ্গে বৈষম্য করার জবাব
৩৩ মিনিট আগে