Ajker Patrika

সোনারগাঁয়ে মহাসড়কে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন

সোনারগাঁয়ে মহাসড়কে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বুধবার দুপুরের দিকে মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ট্রাফিক পরিদর্শক) আবু নাইম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, দুপুরের দিকে তিশা পরিবহনের ওই বাসটি যাত্রী নিয়ে কুমিল্লা থেকে শিমরাইল মোড় এলাকার দিকে আসছিল। এ সময় বাসটি মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় পৌঁছলে হঠাৎ বাস থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কিত হয়ে তাৎক্ষণিক যাত্রীরা বাস থেকে বেরিয়ে আসেন। ফলে কেউ আহত হননি।

ধারণা করা হচ্ছে, যাত্রী নিয়ে নিয়মিত চলাচল ও প্রচণ্ড গরমের কারণে ইঞ্জিন গরম হয়ে যায়। এ থেকে হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় ফায়ার সার্ভিস, টোলপ্লাজা কর্তৃপক্ষ, ড্রাইভার-হেলপারসহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত