Ajker Patrika

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: কাশিমপুর কারাগারে জঙ্গির মৃত্যু 

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৫: ৫৯
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: কাশিমপুর কারাগারে জঙ্গির মৃত্যু 

গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার এক মামলার আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের এক সদস্যের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে কেন্দ্রীয় কারাগার-২ এ তার মৃত্যু হয় বলে সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান।

মৃত আবুল হোসেন খোকন (৫৫) বরিশালের কোতোয়ালির রাজধর এলাকার আব্দুল খালেকের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে তিনি (খোকন) অসুস্থ হয়ে পড়লে দ্রুত কারা হাসপাতালে নিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

আমিরুল ইসলাম আরও বলেন, আবুল হোসেন খোকনের বিরুদ্ধে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় করা এক মামলা ছাড়াও মুকসুদপুর থানাসহ বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে।

‘শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় একাধিক মামলার বিচারে অনেকের মৃত্যুদণ্ড হলেও খোকন সেগুলোর কোনোটার আসামি নন।’

২০০৬ সাল থেকে তিনি বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন। সর্বশেষ ২০১৬ সাল থেকে তিনি কাশিমপুরে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত