গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গত শুক্রবার (২৫ জুলাই) নৌকা ডুবে নিখোঁজ হওয়ার পরদিন শনিবার দুই বন্ধুর এবং রোববার অপর বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া তিনজন হচ্ছে কালিয়াকৈর উপজেলার মৌচাক সুরিচালা এলাকার বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান, কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মাহমুদ হাসান শিমুল (১৯) ও ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া এলাকার হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৯)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে ২৫ জুলাই সকালে রফিকুল ইসলাম কালিয়াকৈর উপজেলার সূরিচালা এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। পরে বিকেলে পাঁচ বন্ধু মিলে একটি ছোট নৌকা ভাড়া নিয়ে মকস বিলে ঘুরতে বের হয়। পাঁচজনই চলতি বছর এসএসসি পাস করেছে।
মকস বিলে ঘোরার সময় প্রচণ্ড বাতাসে নৌকাটি বিলের পানিতে উল্টে যায়। এ সময়ে দুই বন্ধু সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের খুঁজে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার রাত পর্যন্ত অভিযান চললেও আবহাওয়া খারাপ থাকায় তা স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরুর পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু মাহমুদ হাসান শিমুল (১৯) ও রফিকুল ইসলামের (১৯) লাশ উদ্ধার করে। কিন্তু অপর বন্ধুর কোনো সন্ধান পায়নি।
শেষ পর্যন্ত রোববার (২৭ জুলাই) সকালে মেহেদী হাসানের লাশ ভেসে ওঠে। স্থানীয়রা মকস বিলের কচুরিপানার ভেতর তার মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। পরে স্বজনেরা গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন, ‘নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের টিম টানা চেষ্টা চালিয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গত শুক্রবার (২৫ জুলাই) নৌকা ডুবে নিখোঁজ হওয়ার পরদিন শনিবার দুই বন্ধুর এবং রোববার অপর বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া তিনজন হচ্ছে কালিয়াকৈর উপজেলার মৌচাক সুরিচালা এলাকার বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান, কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মাহমুদ হাসান শিমুল (১৯) ও ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া এলাকার হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৯)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে ২৫ জুলাই সকালে রফিকুল ইসলাম কালিয়াকৈর উপজেলার সূরিচালা এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। পরে বিকেলে পাঁচ বন্ধু মিলে একটি ছোট নৌকা ভাড়া নিয়ে মকস বিলে ঘুরতে বের হয়। পাঁচজনই চলতি বছর এসএসসি পাস করেছে।
মকস বিলে ঘোরার সময় প্রচণ্ড বাতাসে নৌকাটি বিলের পানিতে উল্টে যায়। এ সময়ে দুই বন্ধু সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের খুঁজে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার রাত পর্যন্ত অভিযান চললেও আবহাওয়া খারাপ থাকায় তা স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরুর পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু মাহমুদ হাসান শিমুল (১৯) ও রফিকুল ইসলামের (১৯) লাশ উদ্ধার করে। কিন্তু অপর বন্ধুর কোনো সন্ধান পায়নি।
শেষ পর্যন্ত রোববার (২৭ জুলাই) সকালে মেহেদী হাসানের লাশ ভেসে ওঠে। স্থানীয়রা মকস বিলের কচুরিপানার ভেতর তার মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। পরে স্বজনেরা গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন, ‘নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের টিম টানা চেষ্টা চালিয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৩ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৭ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪৪ মিনিট আগে