Ajker Patrika

নরসিংদীতে ২৪ ঘণ্টায় আরও ৪৯ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, নরসিংদী
আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৪: ১৬
নরসিংদীতে ২৪ ঘণ্টায় আরও ৪৯ জনের করোনা শনাক্ত

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮১৭। আজ শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটি–পিসিআর ল্যাবে ৭৫টি নমুনা পরীক্ষায় ১৯ জন ও ১০১ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৬, রায়পুরায় ৩, বেলাবতে ৫, মনোহরদীতে ১, শিবপুরে ৯ ও পলাশ উপজেলায় ৫ জন। নমুনার সংখ্যা বিবেচনায় করোনার শনাক্তের হার ৪৬ দশমিক ৬৬ শতাংশ।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৯২৫, শিবপুরে ৪১৮, পলাশে ৭৪৩, মনোহরদীতে ২৫৯, বেলাবতে ২২০ ও রায়পুরা উপজেলায় ২৫৩ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৮৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬০। এর মধ্যে হাসপাতালের আইসোলেশনে আছেন ৩৬ ও হোম আইসোলেশনে রয়েছেন ৩২৪ জন।

এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৪ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৩, পলাশে ৫, বেলাবতে  ৭, রায়পুরায় ৮, মনোহরদী ৪ ও শিবপুরের ৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত