নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ পাঁচ ঘণ্টা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আটক থাকার পর বিকেল সাড়ে ৪টায় ছাড়া পেয়েছেন জুরাইন নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মিজানুর রহমান। পুলিশ বক্স ভাঙচুর ও পুলিশকে মারধরের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে ‘উসকানিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় মিজানুর রহমানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার পর জুরাইন পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও পুলিশকে মারধরের ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা প্রধান এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, ‘তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’
ছাড়া পেয়ে ডিবি কার্যালয়ের সামনে আজকের পত্রিকাকে মিজানুর রহমান বলেন, ‘বেলা ১২টার দিকে ডিবি কার্যালয়ে আনা হয় আমাকে। জুরাইন পুলিশ বক্স ভাঙচুর ও পুলিশের ওপর হামলার পর আমি বেশ কিছু সংবাদমাধ্যমে কথা বলেছিলাম। সেগুলো নাকি উসকানিমূলক ছিল। তাই তারা আমাকে তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছে। তারা বলেছে, এমন অবস্থায় আমার বক্তব্য নাকি পরিস্থিতি খারাপ করতে ভূমিকা রেখেছে।’
থানায় খারাপ আচরণের শিকার হয়েছেন—এমন অভিযোগ তুলে মিজানুর রহমান জানান, তাঁর মোবাইল ফোনটি শ্যামপুর থানায় রেখে দেওয়া হয়। থানা থেকে ডিবি কার্যালয়ে এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে তাঁর সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমার কাছে যা জানতে চেয়েছে, আমি যতটুকু জানি, তা কর্মকর্তাদের জানিয়েছি।’
মিজানুর রহমান বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় গণমাধ্যমে দেওয়া আমার বক্তব্য উসকানিমূলক বলে মনে করছেন ডিবির কর্মকর্তারা। আমার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আমি তাঁদের বলেছি, ঘটনার দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে আমি যা জেনেছিলাম, সেটাই বলেছি। মানুষের কথা বলার অধিকার থাকা উচিত। কথা বলার জন্য আমার ব্যক্তিজীবনে অনেক কষ্ট সয়েছি; কিন্তু কখনো আপস করিনি। কিন্তু দেশের মানুষকে কথা বলার জন্য যদি এভাবে তুলে আনা হয়, হেনস্তা করা হয়, তাহলে এটা ভালো কিছু বয়ে আনবে না। কথার স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার।’
মুচলেকা দিয়ে ডিবি কার্যালয় থেকে মিজানুর রহমানকে ছেড়ে দেওয়া হয় বলে জানান তাঁর পারিবারিক বন্ধু আব্দুল্লাহ মাহফুজ অভি। তিনি বলেন, ‘আমরা মিজান ভাইয়ের কাছ থেকে শুনেছি, ছাড়ার আগে তাঁর থেকে মুচলেকা নেওয়া হয়। মুচলেকা নিয়ে তাঁকে তাঁর স্ত্রী ও সন্তানদের জিম্মায় দেওয়া হয়। তার পর আমরা তাঁর স্ত্রী শামিম হাসেম খুকি, মেয়ে প্রাপ্যতা হাসিনাসহ পরিবারের অন্যদের সঙ্গে তাঁকে বাসায় পৌঁছে দিই।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার এক নারীকে লাঞ্ছনার অভিযোগে জুরাইন পুলিশ বক্সে হামলা করে স্থানীয় লোকজন। হামলায় পুলিশ বক্স ভাঙচুরসহ মারধরে তিন পুলিশ সদস্য আহত হন। সে ঘটনায় তাৎক্ষণিক ছয়জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করে পাঁচজনকে রিমান্ডে নেয় পুলিশ।
অনেক দিন থেকে দেশের স্বার্থসংশ্লিষ্ট ও নাগরিক অধিকার নিয়ে সরব মিজানুর রহমান। তবে সব থেকে বেশি আলোচনায় আসেন ২০১৯ সালে। ওই বছর রাজধানীতে পানি সরবরাহের দায়িত্বে থাকা ওয়াসার পানি কতটা ‘সুপেয়’, তা দেখানো ও সেই পানি দিয়ে শরবত তৈরি করে এমডিকে পান করানোর জন্য কয়েকজন মিলে একটি কর্মসূচি পালন করেন। তবে শেষ পর্যন্ত তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেননি দীর্ঘদিন ওয়াসার দায়িত্বে থাকা এমডি তাকসিম এ খান।
দীর্ঘ পাঁচ ঘণ্টা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আটক থাকার পর বিকেল সাড়ে ৪টায় ছাড়া পেয়েছেন জুরাইন নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মিজানুর রহমান। পুলিশ বক্স ভাঙচুর ও পুলিশকে মারধরের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে ‘উসকানিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় মিজানুর রহমানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার পর জুরাইন পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও পুলিশকে মারধরের ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা প্রধান এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, ‘তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’
ছাড়া পেয়ে ডিবি কার্যালয়ের সামনে আজকের পত্রিকাকে মিজানুর রহমান বলেন, ‘বেলা ১২টার দিকে ডিবি কার্যালয়ে আনা হয় আমাকে। জুরাইন পুলিশ বক্স ভাঙচুর ও পুলিশের ওপর হামলার পর আমি বেশ কিছু সংবাদমাধ্যমে কথা বলেছিলাম। সেগুলো নাকি উসকানিমূলক ছিল। তাই তারা আমাকে তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছে। তারা বলেছে, এমন অবস্থায় আমার বক্তব্য নাকি পরিস্থিতি খারাপ করতে ভূমিকা রেখেছে।’
থানায় খারাপ আচরণের শিকার হয়েছেন—এমন অভিযোগ তুলে মিজানুর রহমান জানান, তাঁর মোবাইল ফোনটি শ্যামপুর থানায় রেখে দেওয়া হয়। থানা থেকে ডিবি কার্যালয়ে এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে তাঁর সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমার কাছে যা জানতে চেয়েছে, আমি যতটুকু জানি, তা কর্মকর্তাদের জানিয়েছি।’
মিজানুর রহমান বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় গণমাধ্যমে দেওয়া আমার বক্তব্য উসকানিমূলক বলে মনে করছেন ডিবির কর্মকর্তারা। আমার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আমি তাঁদের বলেছি, ঘটনার দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে আমি যা জেনেছিলাম, সেটাই বলেছি। মানুষের কথা বলার অধিকার থাকা উচিত। কথা বলার জন্য আমার ব্যক্তিজীবনে অনেক কষ্ট সয়েছি; কিন্তু কখনো আপস করিনি। কিন্তু দেশের মানুষকে কথা বলার জন্য যদি এভাবে তুলে আনা হয়, হেনস্তা করা হয়, তাহলে এটা ভালো কিছু বয়ে আনবে না। কথার স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার।’
মুচলেকা দিয়ে ডিবি কার্যালয় থেকে মিজানুর রহমানকে ছেড়ে দেওয়া হয় বলে জানান তাঁর পারিবারিক বন্ধু আব্দুল্লাহ মাহফুজ অভি। তিনি বলেন, ‘আমরা মিজান ভাইয়ের কাছ থেকে শুনেছি, ছাড়ার আগে তাঁর থেকে মুচলেকা নেওয়া হয়। মুচলেকা নিয়ে তাঁকে তাঁর স্ত্রী ও সন্তানদের জিম্মায় দেওয়া হয়। তার পর আমরা তাঁর স্ত্রী শামিম হাসেম খুকি, মেয়ে প্রাপ্যতা হাসিনাসহ পরিবারের অন্যদের সঙ্গে তাঁকে বাসায় পৌঁছে দিই।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার এক নারীকে লাঞ্ছনার অভিযোগে জুরাইন পুলিশ বক্সে হামলা করে স্থানীয় লোকজন। হামলায় পুলিশ বক্স ভাঙচুরসহ মারধরে তিন পুলিশ সদস্য আহত হন। সে ঘটনায় তাৎক্ষণিক ছয়জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করে পাঁচজনকে রিমান্ডে নেয় পুলিশ।
অনেক দিন থেকে দেশের স্বার্থসংশ্লিষ্ট ও নাগরিক অধিকার নিয়ে সরব মিজানুর রহমান। তবে সব থেকে বেশি আলোচনায় আসেন ২০১৯ সালে। ওই বছর রাজধানীতে পানি সরবরাহের দায়িত্বে থাকা ওয়াসার পানি কতটা ‘সুপেয়’, তা দেখানো ও সেই পানি দিয়ে শরবত তৈরি করে এমডিকে পান করানোর জন্য কয়েকজন মিলে একটি কর্মসূচি পালন করেন। তবে শেষ পর্যন্ত তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেননি দীর্ঘদিন ওয়াসার দায়িত্বে থাকা এমডি তাকসিম এ খান।
সিলেটের জকিগঞ্জে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় শাকের আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।
১২ মিনিট আগেযশোরের ঝিকরগাছা থানার দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। দোকান থেকে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দের পর অভিযুক্ত ব্যক্তিকে আর্থিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন ঝিকরগাছা থানার উপপরিদর্শক
২২ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে শ্বশুর-জামাই হত্যাকাণ্ডের এজাহার ঘিরে নতুন প্রশ্ন উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও মামলার কাগজে তার প্রতিফলন নেই। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, ‘পুলিশ ইচ্ছে করেই মনগড়া তথ্য যুক্ত করে মামলা সাজিয়েছে, যাতে প্রকৃত দায়ীদের আড়াল করা যায়।’
৪০ মিনিট আগেসিলেট মহানগর আমির আরও বলেন, দুদকের বরাতে প্রকাশিত একটি দৈনিকের সংবাদে দুই জামায়াত নেতাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। দুদকের রিপোর্টে জামায়াত নেতাদের নাম আছে—এর কোনো সত্যতা কোনো গণমাধ্যম পায়নি, কেবল ওই পত্রিকাই পেয়েছে।
৪১ মিনিট আগে