সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধে রুবেল আহমেদ (৩৬) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া হাজী বাড়ি এলাকায় বিরোধপূর্ণ একটি জমিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুবেলের পরিবারের সঙ্গে একখণ্ড জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছিল। শুক্রবার প্রতিবেশী মুন্তাজ আলী, লুৎফর রহমান, লাল মাহমুদ, হাবিবুল্লাহসহ তাঁদের আত্মীয়স্বজনের ১৫-২০ জনের একটি দল বিরোধপূর্ণ ওই জমিতে ঘর তুলতে যান। এ সময় স্থানীয় বন বিভাগ তা বন্ধ কর দেয়। বন বিভাগের সঙ্গে রুবেলের যোগসাজশে রয়েছে বলে প্রতিবেশীরা ধারণা করেন।
এরপর রুবেল শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওই প্রতিবেশীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় রুবেলের চিৎকারে পরিবার ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কারিজ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে আমরা বিষয়টি পুলিশকে জানিয়ে দিই। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা জানি না।’
নিহত রুবেলের ছোট ভাই রাসেল আহমেদ বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে আমার বড়ভাই রুবেলের অণ্ডকোষে চাপ দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকার মুন্তাজ আলী, লুৎফর আলী, লাল মাহমুদ, হাবিবুল্লাহ, আফরোজা, ফজিলা, লিপি ও লিমাসহ আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হবে।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’
টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধে রুবেল আহমেদ (৩৬) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া হাজী বাড়ি এলাকায় বিরোধপূর্ণ একটি জমিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুবেলের পরিবারের সঙ্গে একখণ্ড জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছিল। শুক্রবার প্রতিবেশী মুন্তাজ আলী, লুৎফর রহমান, লাল মাহমুদ, হাবিবুল্লাহসহ তাঁদের আত্মীয়স্বজনের ১৫-২০ জনের একটি দল বিরোধপূর্ণ ওই জমিতে ঘর তুলতে যান। এ সময় স্থানীয় বন বিভাগ তা বন্ধ কর দেয়। বন বিভাগের সঙ্গে রুবেলের যোগসাজশে রয়েছে বলে প্রতিবেশীরা ধারণা করেন।
এরপর রুবেল শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওই প্রতিবেশীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় রুবেলের চিৎকারে পরিবার ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কারিজ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে আমরা বিষয়টি পুলিশকে জানিয়ে দিই। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা জানি না।’
নিহত রুবেলের ছোট ভাই রাসেল আহমেদ বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে আমার বড়ভাই রুবেলের অণ্ডকোষে চাপ দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকার মুন্তাজ আলী, লুৎফর আলী, লাল মাহমুদ, হাবিবুল্লাহ, আফরোজা, ফজিলা, লিপি ও লিমাসহ আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হবে।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কুদ্দুস মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
২২ মিনিট আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম আলাউদ্দিন শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
২৬ মিনিট আগেগাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। আজ সোমবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ..
৩৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। মরিচা ইউনিয়নের ভূরকা, হাটখোলা ও কোলদিয়া এলাকায় চার কিলোমিটারজুড়ে এই ভাঙন চলছে। ভাঙন রোধে হাটখোলা থেকে ভূরকা পর্যন্ত এক কিলোমিটার এলাকাজুড়ে বালুভর্তি জিওব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
৩৬ মিনিট আগে