নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুদকের মামলা শুনানিতে একজন কর্মকর্তাকে সার্বক্ষণিক রাখার বিষয়ে দুই বিচারপতি একমত না হওয়ায় এজলাস ছেড়ে চলে যান একজন বিচারপতি। এ জন্য ওই আদালতে বিচারকাজ বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চে এ ঘটনা ঘটে।
এর আগে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার দুদকের আইনজীবীর উদ্দেশে বলেন, এই আদালতে দুদকের অনেক মামলার শুনানি হয়। এই বেঞ্চে দুদকের একজন কর্মকর্তাকে সার্বক্ষণিক রাখা যায় কি না, সেটি দেখতে পারেন।
বৃহস্পতিবার বিচারকাজ শুরু হলে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এর উত্তরে বলেন, আমাকে কমিশন থেকে জানানো হয়েছে, দুদকে জনবলের সংকট রয়েছে। এ কারণে কোর্টে সার্বক্ষণিক একজন কর্মকর্তাকে বসিয়ে রাখা সম্ভব নয়।
এ সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, দুদকের মামলা যাঁরা ঠিকমতো তদন্ত করতে পারছেন না, তাঁদের কোর্টে এনে বসিয়ে রাখুন।
তখন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস এম মুজিবুর রহমান বলেন, দুদকের কি আর কাজ নেই, একজন কর্মকর্তা এখানে এসে বসে থাকবেন! এ সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এত কথা বললে তো সমস্যা। পরে তিনি এজলাস ছেড়ে চলে যান। এরপর থেকেই ওই বেঞ্চের বিচারকাজ বন্ধ রয়েছে।
এদিকে জানতে চাইলে ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমনি উদ্দিন মানিক বলেন, এখন দুই বিচারপতি বসে বিষয়টি সমাধান করবেন। আর সমাধান না হলে প্রধান বিচারপতিকে জানালে তিনি বেঞ্চ পুনর্গঠন করে দেবেন।
দুদকের মামলা শুনানিতে একজন কর্মকর্তাকে সার্বক্ষণিক রাখার বিষয়ে দুই বিচারপতি একমত না হওয়ায় এজলাস ছেড়ে চলে যান একজন বিচারপতি। এ জন্য ওই আদালতে বিচারকাজ বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চে এ ঘটনা ঘটে।
এর আগে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার দুদকের আইনজীবীর উদ্দেশে বলেন, এই আদালতে দুদকের অনেক মামলার শুনানি হয়। এই বেঞ্চে দুদকের একজন কর্মকর্তাকে সার্বক্ষণিক রাখা যায় কি না, সেটি দেখতে পারেন।
বৃহস্পতিবার বিচারকাজ শুরু হলে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এর উত্তরে বলেন, আমাকে কমিশন থেকে জানানো হয়েছে, দুদকে জনবলের সংকট রয়েছে। এ কারণে কোর্টে সার্বক্ষণিক একজন কর্মকর্তাকে বসিয়ে রাখা সম্ভব নয়।
এ সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, দুদকের মামলা যাঁরা ঠিকমতো তদন্ত করতে পারছেন না, তাঁদের কোর্টে এনে বসিয়ে রাখুন।
তখন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস এম মুজিবুর রহমান বলেন, দুদকের কি আর কাজ নেই, একজন কর্মকর্তা এখানে এসে বসে থাকবেন! এ সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এত কথা বললে তো সমস্যা। পরে তিনি এজলাস ছেড়ে চলে যান। এরপর থেকেই ওই বেঞ্চের বিচারকাজ বন্ধ রয়েছে।
এদিকে জানতে চাইলে ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমনি উদ্দিন মানিক বলেন, এখন দুই বিচারপতি বসে বিষয়টি সমাধান করবেন। আর সমাধান না হলে প্রধান বিচারপতিকে জানালে তিনি বেঞ্চ পুনর্গঠন করে দেবেন।
টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বর থেকে সখীপুর আবাসিক মহিলা কলেজ পর্যন্ত ভাঙা সড়ক সংস্কারে ইউএনওকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সখীপুর আবাসিক মহিলা কলেজের মেধাভিত্তিক ছাত্রী সংসদ এ স্মারকলিপি পেশ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী স্মারকলিপিটি গ্রহণ করে সড়ক
২৮ মিনিট আগেবরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করছিলেন ডিলারের নিযুক্ত লোকজন। উপকারভোগীরা অভিযোগ করেন, চালের বস্তায় বরাদ্দ অনুযায়ী ৩০ কেজি থাকার কথা থাকলেও ২৭ কেজি করে দেওয়া হচ্ছে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে ফাতেমা বেগম নামের উপকারভোগী নারী ওজন মেপে দেখেন, চাল কম।
৩৩ মিনিট আগেটেকনাফে অপহরণের শিকার মো. হাসিমকে (২৮) ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগীর বাবা নুর হোসেন। তাঁর দাবি, দুর্বৃত্তদের কথামতো জাদিমুরা গহিন পাহাড়ের একটি স্থানে ৪ লাখ টাকা রেখে আসার পর হাসিমকে ছেড়ে দেওয়া হয়েছে।
৩৪ মিনিট আগেটাঙ্গাইলের গোপালপুরে নদে গোসল করতে নেমে লোকনাথ সূত্রধর (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের চর শিমলা গ্রামে বৈরাণ নদে এ দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে