Ajker Patrika

একমত না হওয়ায় এজলাস ছাড়লেন বিচারপতি, বিচারকাজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৪: ৫৩
একমত না হওয়ায় এজলাস ছাড়লেন বিচারপতি, বিচারকাজ বন্ধ

দুদকের মামলা শুনানিতে একজন কর্মকর্তাকে সার্বক্ষণিক রাখার বিষয়ে দুই বিচারপতি একমত না হওয়ায় এজলাস ছেড়ে চলে যান একজন বিচারপতি। এ জন্য ওই আদালতে বিচারকাজ বন্ধ রয়েছে। 

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চে এ ঘটনা ঘটে। 

এর আগে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার দুদকের আইনজীবীর উদ্দেশে বলেন, এই আদালতে দুদকের অনেক মামলার শুনানি হয়। এই বেঞ্চে দুদকের একজন কর্মকর্তাকে সার্বক্ষণিক রাখা যায় কি না, সেটি দেখতে পারেন। 

বৃহস্পতিবার বিচারকাজ শুরু হলে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এর উত্তরে বলেন, আমাকে কমিশন থেকে জানানো হয়েছে, দুদকে জনবলের সংকট রয়েছে। এ কারণে কোর্টে সার্বক্ষণিক একজন কর্মকর্তাকে বসিয়ে রাখা সম্ভব নয়। 

এ সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, দুদকের মামলা যাঁরা ঠিকমতো তদন্ত করতে পারছেন না, তাঁদের কোর্টে এনে বসিয়ে রাখুন। 

তখন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস এম মুজিবুর রহমান বলেন, দুদকের কি আর কাজ নেই, একজন কর্মকর্তা এখানে এসে বসে থাকবেন! এ সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এত কথা বললে তো সমস্যা। পরে তিনি এজলাস ছেড়ে চলে যান। এরপর থেকেই ওই বেঞ্চের বিচারকাজ বন্ধ রয়েছে। 

এদিকে জানতে চাইলে ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমনি উদ্দিন মানিক বলেন, এখন দুই বিচারপতি বসে বিষয়টি সমাধান করবেন। আর সমাধান না হলে প্রধান বিচারপতিকে জানালে তিনি বেঞ্চ পুনর্গঠন করে দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত