Ajker Patrika

এজেন্টদের ফিসফাস ‘ভোটার আইচে, ভোটার আইচে’

সাখাওয়াত ফাহাদ, গাজীপুর থেকে 
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১: ৩২
এজেন্টদের ফিসফাস ‘ভোটার আইচে, ভোটার আইচে’

নির্বাচনে চিরচেনা ভোটারদের ভিড় এবং কেন্দ্রের বাইরে এজেন্টদের উদ্দীপনা নেই গাজীপুরের জয়দেবপুরের ভোটকেন্দ্রগুলোতে। ভোটার কেন্দ্রে এলেই শোনা যাচ্ছে এজেন্টদের ফিসফাস ‘ভোটার আইচে, ভোটার আইচে’। 

আজ রোববার সকাল ৮টার পর গাজীপুরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও গাজীপুর সরকারি মহিলা কলেজের তিনটি কেন্দ্র ঘুরে এমন চিত্র পাওয়া গেল। 

সকাল ৮টা ১০ মিনিটে গাজীপুর সরকারি মহিলা কলেজে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের বাইরে নেই ভোটারদের দীর্ঘ সারি। নিরাপত্তাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এজেন্টদের মধ্যেও নেই ব্যস্ততা। দু-একজন ভোটার আসছেন, ভোট দিয়ে চলে যাচ্ছেন। 

সকাল ৮টা ১৫ মিনিটে মহিলা কলেজ কেন্দ্রের একটি কক্ষে দেখা যায় ভোটারদের অপেক্ষায় আছেন এজেন্টরা। এ সময় এক এজেন্টকে বলতে শোনা যায়, ‘ভোটার আইচে, ভোটার আইচে।’ 

এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সময়মতো ভোট গ্রহণ শুরু করেছি। ভোট গ্রহণ নিয়ে কোনো সংকট নেই।’ এই কেন্দ্রে আধা ঘণ্টায় ভোট পড়েছে ১২টি। 

গাজীপুর জয়দেবপুরের ভোটকেন্দ্র। ছবি: আজকের পত্রিকাঅন্যদিকে জয়দেবপুর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে আধা ঘণ্টায় ভোট পড়েছে ৪০টি। এই কেন্দ্রে মোট ভোটার প্রায় ৩ হাজার। এখানে ভোট দিয়েছেন স্কুলের অফিস-সহায়ক রিনা রানী সরকার। সকাল ৮টা ১৫ মিনিটে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোট দিলাম। চাইছিলাম সবার প্রথমে ভোট দিব। পারলাম না, ৩ নম্বর হইছি।’ 

এদিকে নগরীর হাঁড়িনাল উচ্চবিদ্যালয় কেন্দ্রে আধা ঘণ্টা দেরিতে ভোট গ্রহণ শুরুর অভিযোগ করেছেন কয়েকজন ভোটার। তবে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মোস্তফা দাবি করেন, দুই থেকে তিন মিনিট দেরি হয়েছে। এজেন্ট না আসায় ভোট গ্রহণ শুরু করতে দেরি হয় বলে জানান তিনি। 

মো. মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘এজেন্ট না আসায় ভোট নিতে পারিনি। দুই-তিন মিনিটের মতো দেরি হয়েছে। পরে এজেন্ট এলে সবার ভোট গ্রহণ করা হয়।’ 

তবে ভোট গ্রহণ শুরুর সময় ভোটার উপস্থিতি কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ছে বলে জানিয়েছেন কাজী আজিম উদ্দিন কলেজের প্রিসাইডিং অফিসার মো. সুমন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে ভোটার উপস্থিতি আসলেই কিছুটা কম ছিল। কিন্তু এখন ভোটার বাড়ছে। আমরা ৪টার মধ্যে যারা কেন্দ্রে প্রবেশ করবে, রাত ১২টা বাজলেও তাদের সবার ভোট নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত