Ajker Patrika

নরসিংদীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অটোরিকশাচাপায় ব্যবসায়ীর মৃত্যু

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অটোরিকশাচাপায় ব্যবসায়ীর মৃত্যু

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অটোরিকশাচাপায় মাসুদ মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন সুজন নামে মোটরসাইকেলের আরেক আরোহী। আজ রোববার রাত সাড়ে ৮টায় ঘোড়াশালের শহীদ ময়েজ উদ্দিন সেতুর টোলপ্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মাসুদ মিয়া ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি ঘোড়াশাল বাজারে ভাঙারির ব্যবসা করতেন। 

পুলিশ জানায়, রাতে মাসুদ ও তাঁর বন্ধু সুজন মোটরসাইকেলে পার্শ্ববর্তী জেলা গাজীপুরের কালিগঞ্জ থেকে ফিরছিলেন। রাত সাড়ে ৮টায় শহীদ ময়েজউদ্দিন সেতুর টোলপ্লাজা অতিক্রম করে ঘোড়াশাল রোডে আসার পথে সড়ক সংস্কারের একটি ডিভাইডারে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে তাঁরা দুজন ছিটকে পড়েন। 

পরে পেছন থেকে আসা একটি অটোরিকশা তাঁদের দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত সুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি দেখে তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। 

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত