Ajker Patrika

খুঁজে খুঁজে মানুষকে টিকা দেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০৬
খুঁজে খুঁজে মানুষকে টিকা দেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, অনেক সম্পদশালী দেশেও টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে, কিন্তু বাংলাদেশ টাকা ছাড়াই সব মানুষকে টিকা দেওয়া হচ্ছে। এমনকি খুঁজে খুঁজে মানুষকে টিকা দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর পুরানা পল্টন পলওয়েল মার্কেটে টিকা গ্রহণে জনসচেতনতা বাড়াতে ‘টিকা নিন, টিকা নিন’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি। 

এই অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেনি। আইজিপি তাঁর জন্য দোয়া চেয়েছেন। 

মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘পরিবারের সদস্যদের সুস্থ রাখতে আমাদের টিকা নিতে হবে। আপনার বাসায় বয়স্ক বাবা-মা আছেন। যদি তাঁরা আপনার মাধ্যমে আক্রান্ত হয়ে মারা যান, তাহলে এটার কোনো সান্ত্বনা নেই।’   

এ সময় বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন মার্কেট দোকান মালিক সমিতি এবং মার্কেটের কর্মচারীরা সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত