Ajker Patrika

মাদারীপুরে দুর্বৃত্তদের হাতুড়িপেটায় ২ যুবক আহত

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১১: ১৭
মাদারীপুরে দুর্বৃত্তদের হাতুড়িপেটায় ২ যুবক আহত

মাদারীপুরে দুই যুবককে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত দুই যুবককে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

আহত মেহেদি হাসান (২৫) সদর উপজেলার কুলপদ্বী এলাকার এনসান মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন। অপর আহত যুবক তুষার খান (২৬) একই এলাকার দেলোয়ার খানের ছেলে। তিনি ইজিবাইকের চালক।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, অফিসের কাজ শেষে শহরের ইটেরপুল থেকে নিজ বাড়িতে ইজিবাইকে করে ফিরছিলেন মেহেদি হাসান। কলেজগেট এলাকায় এলে কয়েক যুবক তাঁদের ইজিবাইকে ওঠেন। পরে ইজিবাইকটি ঘুরিয়ে খাগদীর দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে মেহেদি হাসান ও চালক তুষারকে হাতুড়িপেটা করে দুর্বৃত্তরা। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আহত মেহেদি হাসান বলেন, ‘ইজিবাইক থেকে নামিয়ে আমাদের দুজনকে ইচ্ছেমতো হাতুড়িপেটা করেছে ওই দুর্বৃত্তরা। পরে তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন যোগ দেয়। আমি এ ঘটনার বিচার চাই।’ 

ইজিবাইকের আহত চালক তুষারের মা রীনা বেগম বলেন, ‘আমার ছেলে ইজিবাইক চালিয়ে সংসার চালায়। আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। তাই আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার চাই।’ 

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক জাহিদ আরেফিন বলেন, হাতুড়িপেটায় আহত হয়ে দুজন হাসপাতালে এসেছেন। তাঁদের চিকিৎসা চলছে। 

মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, হাতুড়িপেটার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল দুই জায়গাতেই পুলিশ পরিদর্শন করেছে। ভুক্তভোগীর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত