Ajker Patrika

ঢাকায় বনভোজন বাসেরও লাগবে পুলিশ অনুমতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ১৯
ঢাকায় বনভোজন বাসেরও লাগবে পুলিশ অনুমতি

বনভোজন, শিক্ষাসফর এবং বিভিন্ন অনুষ্ঠানে বাসে যাতায়াতের জন্য তিন দিন আগে অনুমতি নিতে হবে। ফিটনেসবিহীন গাড়ি ও দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ১৬ ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ বলা হয়, ‘ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক সংস্থা ও বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময়ে শিক্ষা সফর, বনভোজন, ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো উৎসব অথবা এ জাতীয় অন্যান্য অনুষ্ঠানে যাতায়াতের জন্য অস্থায়ী রুট পারমিট বা ডিএমপির ট্রাফিক বিভাগ অনুমতি প্রদান করে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, আবেদনে যথাযথ মাধ্যমে ও প্রয়োজনীয় কাগজপত্র থাকে না। এ জন্য যথাযথ সেবা ও অস্থায়ী রুট পারমিট প্রদান করা সম্ভব হয় না। তাই সকলকে যথাযথ প্রক্রিয়ায় আবেদনের অনুরোধ জানানো হলো।’ 

অফিস আদেশে বলা হয়, অনুমতি নেওয়ার জন্য পুলিশ কমিশনার, প্রধান কার্যালয়, ডিএমপি, ৩৬ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, ঢাকা-১০০০ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রে গাড়ির রেজিস্ট্রেশন সনদপত্র ও ফিটনেস সনদপত্রের ফটোকপি অবশ্যই সংযুক্ত করতে হবে। তিন দিন আগে অনুমতির জন্য আবেদন উল্লেখিত ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র অবশ্যই সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্যাডে করতে হবে। আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা ও আবেদনকারী/প্রতিনিধির মোবাইল নম্বর আবেদনপত্রে অবশ্যই উল্লেখ থাকতে হবে। 

অস্থায়ী রুট পারমিট শুধুমাত্র আবেদনে উল্লিখিত সময়ের জন্য প্রযোজ্য হবে। ডিএমপির অনুমোদনপত্র ভ্রমণের সময় গাড়ির চালকের কাছে রাখতে হবে এবং সড়কে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনে দেখাতে হবে। কর্তৃপক্ষ প্রদত্ত অস্থায়ী রুট পারমিট যে কোনো সময় বাতিল করতে পারবেন। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অনুষ্ঠানে মানুষ পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে যায়। কিন্তু একটি ফিটনেসবিহীন গাড়ির কারণে মানুষের জীবনে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, আনন্দ বিষাদে পরিণত হতে পারে। তাই আমরা চাচ্ছি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক। যাতে কোনো ফিটনেসবিহীন গাড়ি ব্যবহার না হয়। তাই এই আদেশ দেওয়া হয়েছে। যারা আবেদন করবেন তারা যেন যথাযথ প্রক্রিয়ায় আবেদন করেন। আমাদের উদ্দেশ্য স্পষ্ট। তবে ব্যক্তিগত কোনো গাড়ি এই আদেশের মধ্যে নেই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত