সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় যুবলীগের ব্যানারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা বিক্ষোভ মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আশুলিয়া থানা থেকে সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রোমান রানা (৩৬), মহসিন (২০), বাবু (২০), মিরাজুল ইসলাম (১৯), সাজিদ (১৯)। তাঁরা সবাই আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
গতকাল সোমবার দুপুরে আশুলিয়া-গাজীপুরের সীমান্তবর্তী গোরাট এলাকায় বাগবাড়ি সড়কে একটি বিক্ষোভ মিছিল করা হয়। পুলিশ বলছে ওই মিছিল দুই থেকে তিন মিনিট স্থায়ী হয়। এরপরে মিছিলে অংশগ্রহণকারীরা গাজীপুরসহ বিভিন্ন স্থানে পালিয়ে যান।
মিছিলের সময় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ১০-১৫ জনের একটি দল মিছিলে অংশ নেয়। সবার মুখে মাস্ক পরা। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন খান নিখিলের ছবি। ব্যানারে লেখা বিক্ষোভ মিছিল। আশুলিয়া থানা যুবলীগ মিছিলের আয়োজন করে। মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ স্লোগান দেওয়া হচ্ছিল।
ঘটনার পর ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরের নেতৃত্বে অভিযানে নামে আশুলিয়া থানা-পুলিশ। পরে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনে মামলা দায়ের করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার গোরাট এলাকায় ১০ থেকে ১৫ জন একটি ঝটিকা মিছিল বের করে। মূলত তাঁরা অস্থিতিশীল পরিবেশ, নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য পাঁয়তারা করছিল। তখন আমরা তাৎক্ষণিক সংবাদ পাই। পরে ভিডিও দেখে তাঁদের শনাক্ত করে সারা রাত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করি। তারা মূলত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের লোক। তাঁরা অন্য দলের ব্যানার ব্যবহার করে নাশকতা করার চেষ্টা করছিল। বাকিদের দ্রুত গ্রেপ্তার করব।
ঢাকার আশুলিয়ায় যুবলীগের ব্যানারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা বিক্ষোভ মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আশুলিয়া থানা থেকে সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রোমান রানা (৩৬), মহসিন (২০), বাবু (২০), মিরাজুল ইসলাম (১৯), সাজিদ (১৯)। তাঁরা সবাই আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
গতকাল সোমবার দুপুরে আশুলিয়া-গাজীপুরের সীমান্তবর্তী গোরাট এলাকায় বাগবাড়ি সড়কে একটি বিক্ষোভ মিছিল করা হয়। পুলিশ বলছে ওই মিছিল দুই থেকে তিন মিনিট স্থায়ী হয়। এরপরে মিছিলে অংশগ্রহণকারীরা গাজীপুরসহ বিভিন্ন স্থানে পালিয়ে যান।
মিছিলের সময় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ১০-১৫ জনের একটি দল মিছিলে অংশ নেয়। সবার মুখে মাস্ক পরা। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন খান নিখিলের ছবি। ব্যানারে লেখা বিক্ষোভ মিছিল। আশুলিয়া থানা যুবলীগ মিছিলের আয়োজন করে। মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ স্লোগান দেওয়া হচ্ছিল।
ঘটনার পর ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরের নেতৃত্বে অভিযানে নামে আশুলিয়া থানা-পুলিশ। পরে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনে মামলা দায়ের করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার গোরাট এলাকায় ১০ থেকে ১৫ জন একটি ঝটিকা মিছিল বের করে। মূলত তাঁরা অস্থিতিশীল পরিবেশ, নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য পাঁয়তারা করছিল। তখন আমরা তাৎক্ষণিক সংবাদ পাই। পরে ভিডিও দেখে তাঁদের শনাক্ত করে সারা রাত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করি। তারা মূলত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের লোক। তাঁরা অন্য দলের ব্যানার ব্যবহার করে নাশকতা করার চেষ্টা করছিল। বাকিদের দ্রুত গ্রেপ্তার করব।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে