নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সবজি বিক্রেতা আক্কাস সিকদার (৪৫) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল ও লুট করা টাকা উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের আল আমিন নগর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেন পাড়া এলাকার জোবায়ের হোসেন (২২) ও ঢাকার দোহারের মৃদুল (২০)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর ভোরে আক্কাস সবজি কেনার জন্য যাত্রাবাড়ীর উদ্দেশে বের হন। পথে মিজমিজি রেকমত আলী হাই স্কুলের পাশে পৌঁছালে আসামিরা তাঁর টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে আক্কাস বাধা দেন। তখনই আসামিরা তাঁর বুকে ও পেটে ছুরিকাঘাত করে ১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা টহল পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঘটনার পর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হলে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজনদের শনাক্ত করে। এরপর গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের আল আমিন নগর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় জড়িত আরও দুজন পলাতক আছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সবজি বিক্রেতা আক্কাস সিকদার (৪৫) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল ও লুট করা টাকা উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের আল আমিন নগর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেন পাড়া এলাকার জোবায়ের হোসেন (২২) ও ঢাকার দোহারের মৃদুল (২০)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর ভোরে আক্কাস সবজি কেনার জন্য যাত্রাবাড়ীর উদ্দেশে বের হন। পথে মিজমিজি রেকমত আলী হাই স্কুলের পাশে পৌঁছালে আসামিরা তাঁর টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে আক্কাস বাধা দেন। তখনই আসামিরা তাঁর বুকে ও পেটে ছুরিকাঘাত করে ১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা টহল পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঘটনার পর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হলে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজনদের শনাক্ত করে। এরপর গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের আল আমিন নগর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় জড়িত আরও দুজন পলাতক আছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে দুটি অবৈধ পলিথিন কারখানাকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।
২ মিনিট আগেরাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে থাকা তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছিল। আজ রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
৩৭ মিনিট আগেচাঁদপুরের মেঘনা নদীতে এমভি ওয়েস্টিন-১ লাইটার নামে একটি জাহাজ থেকে অপরিশোধিত চিনি চুরির চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা জাহাজের স্টাফদের অচেতন করে ১৩ কোটি ২০ লাখ টাকার চিনি চুরির চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার (১৭ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নৌ পুলিশ চাঁদ
৪০ মিনিট আগেচট্টগ্রামে অস্ত্র মামলায় রায় শোনার পর বিচারককে লক্ষ্য করে এক আসামির জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরে পুলিশ দ্রুত ওই আসামিকে নিবৃত্ত করে হাজতখানায় নিয়ে যায়। এর আগে আদালত মো. রাজু নামের ওই আসামিকে ১৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন।
৪৩ মিনিট আগে