Ajker Patrika

গাজীপুরে বনভূমি উদ্ধারে অভিযান অব্যাহত

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০০: ২৯
গাজীপুরে বনভূমি উদ্ধারে অভিযান অব্যাহত

গাজীপুরে অবৈধ দখলদারদের কবল থেকে দ্বিতীয় দিনের মত বনভূমি উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে গাজীপুর জেলা প্রশাসন। আজ বুধবার অভিযান চালিয়ে গাজীপুর সদর উপজেলার ৩টি রিসোর্টের অবৈধ দখলে থাকা ১ দশমিক ২৬ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান বাপ্পী জানান, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় গাজীপুর জেলায় অবৈধ দখলদারদের কবল থেকে বনভূমি উদ্ধারে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করছে জেলা প্রশাসন। এরই অংশ হিসাবে আজ বুধবার দিনভর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ও ভাওয়াল গড় ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। 

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা। এ সময় বনবিভাগের সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হক, রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, অভিযানে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের শালবন রিসোর্টে অভিযান চালিয়ে ৩০ শতাংশ বনের জমি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকার সজনী ফিল্ম সিটিতে অভিযান চালিয়ে তাদের দখল থেকে ৮০ শতাংশ এবং একই এলাকার শ্যামলী রিসোর্টের দখল থেকে ১৬ শতাংশ বেনের জমি উদ্ধার করা হয়। 

গাজীপুরে অবৈধ দখলদারদের কবল থেকে বনভূমি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নদী, খাল ও জলাশয় দূষণের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত