Ajker Patrika

সাম্য হত্যার আসামিদের গ্রেপ্তারে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মে ২০২৫, ১৫: ৩৩
সাম্য হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মিছিল। ছবি: আজকের পত্রিকা
সাম্য হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মিছিল। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ‘প্রকৃত’ আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে শাহবাগ থানায় ঘেরাও কর্মসূচি পালন করে তাঁরা এই আল্টিমেটাম দেন।

আজ বেলা ১১টার দিকে ‘বাংলাদেশের সাধারণ ছাত্রসমাজ’ ব্যানারে সাম্য হত্যার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে দুপুর পৌনে ১২টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তাঁরা। প্রায় দেড় ঘণ্টা ধরে সেখানে অবস্থানের পর তাঁরা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা না হলে আগামী রোববার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও। ছবি: আজকের পত্রিকা
সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও। ছবি: আজকের পত্রিকা

এ সময় তাঁরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘খুনি কেন বাইরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাই মরল কেন, শাহবাগ থানা জবাব চাই’—ইত্যাদি স্লোগান দিতে থাকে।

শাহরিয়ারের সহপাঠী ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর শিক্ষার্থী মশিউর রহমান শুভ বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার না করলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।’

সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও। ছবি: আজকের পত্রিকা
সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও। ছবি: আজকের পত্রিকা

আরেক সহপাঠী তৌফিক-উল ইসলাম বলেন, ‘পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তারা জড়িত থাকলেও প্রধান আসামি না। বাকি আসামিদের কেন ধরা হচ্ছে না, প্রশাসনকে তার জবাব দিতে হবে। এই অহিংস আন্দোলন যদি উপেক্ষিত হয়, তবে তা অন্য রূপ নিতে পারে।’

অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল শাহবাগ থানায় আলোচনার জন্য যায়। এ দলে ঢাবির শিক্ষক মু. আবদুস সালাম, অসীম দাস, মু. সিরাজুল ইসলাম এবং শিক্ষার্থীরা ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা থানার সামনে থেকে ক্যাম্পাসে ফিরে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত