Ajker Patrika

মামুনুল হকের ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তাকে তৃতীয় দফায় জেরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ২০: ১০
মামুনুল হকের ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তাকে তৃতীয় দফায় জেরা

নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তাকে তৃতীয় দফায় জেরা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে জেরা করা হয়।

জেরা শেষে আসামিপক্ষের আইনজীবী আরও এক দিন জেরা করার জন্য সময় আবেদন করলে আদালত আগামী ২৩ এপ্রিল পরবর্তী জেরার দিন ধার্য করেন।

আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, ‘আমরা তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলামকে তৃতীয় দফায় জেরা করেছি। জেরায় তিনি অনেক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। আমরা তাঁকে আজ ৭০ থেকে ৮০টি প্রশ্ন করেছি। তিনি একটি প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি। আমি জানি না, মনে নেই এই ধরনের উত্তর দিয়েছেন পুরো সময়ে। তাতেই স্পষ্ট হয় এটি গোঁজামিলপূর্ণ দায়সারা তদন্ত প্রতিবেদন দিয়েছেন। মামলাটি সম্পূর্ণ মিথ্যা।’

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘আসামিপক্ষ ইচ্ছা করেই মামলাটির বিচার কার্যক্রম ধীর গতিতে সম্পন্ন করতে বারবার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করছে। তারা তিনবার জেরা করার পরও আরও এক দিন সময় চেয়েছে। সাধারণত জেরা এক দিনই যথেষ্ট। মামলায় এখন পর্যন্ত যত তথ্যপ্রমাণ ও সাক্ষ্য এসেছে, তাতে সবই স্পষ্ট যে মামুনুল হক এই ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত।’

আজ মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। জেরা শেষে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে তাঁকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত