নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তাকে তৃতীয় দফায় জেরা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে জেরা করা হয়।
জেরা শেষে আসামিপক্ষের আইনজীবী আরও এক দিন জেরা করার জন্য সময় আবেদন করলে আদালত আগামী ২৩ এপ্রিল পরবর্তী জেরার দিন ধার্য করেন।
আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, ‘আমরা তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলামকে তৃতীয় দফায় জেরা করেছি। জেরায় তিনি অনেক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। আমরা তাঁকে আজ ৭০ থেকে ৮০টি প্রশ্ন করেছি। তিনি একটি প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি। আমি জানি না, মনে নেই এই ধরনের উত্তর দিয়েছেন পুরো সময়ে। তাতেই স্পষ্ট হয় এটি গোঁজামিলপূর্ণ দায়সারা তদন্ত প্রতিবেদন দিয়েছেন। মামলাটি সম্পূর্ণ মিথ্যা।’
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘আসামিপক্ষ ইচ্ছা করেই মামলাটির বিচার কার্যক্রম ধীর গতিতে সম্পন্ন করতে বারবার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করছে। তারা তিনবার জেরা করার পরও আরও এক দিন সময় চেয়েছে। সাধারণত জেরা এক দিনই যথেষ্ট। মামলায় এখন পর্যন্ত যত তথ্যপ্রমাণ ও সাক্ষ্য এসেছে, তাতে সবই স্পষ্ট যে মামুনুল হক এই ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত।’
আজ মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। জেরা শেষে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে তাঁকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তাকে তৃতীয় দফায় জেরা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে জেরা করা হয়।
জেরা শেষে আসামিপক্ষের আইনজীবী আরও এক দিন জেরা করার জন্য সময় আবেদন করলে আদালত আগামী ২৩ এপ্রিল পরবর্তী জেরার দিন ধার্য করেন।
আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, ‘আমরা তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলামকে তৃতীয় দফায় জেরা করেছি। জেরায় তিনি অনেক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। আমরা তাঁকে আজ ৭০ থেকে ৮০টি প্রশ্ন করেছি। তিনি একটি প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি। আমি জানি না, মনে নেই এই ধরনের উত্তর দিয়েছেন পুরো সময়ে। তাতেই স্পষ্ট হয় এটি গোঁজামিলপূর্ণ দায়সারা তদন্ত প্রতিবেদন দিয়েছেন। মামলাটি সম্পূর্ণ মিথ্যা।’
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘আসামিপক্ষ ইচ্ছা করেই মামলাটির বিচার কার্যক্রম ধীর গতিতে সম্পন্ন করতে বারবার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করছে। তারা তিনবার জেরা করার পরও আরও এক দিন সময় চেয়েছে। সাধারণত জেরা এক দিনই যথেষ্ট। মামলায় এখন পর্যন্ত যত তথ্যপ্রমাণ ও সাক্ষ্য এসেছে, তাতে সবই স্পষ্ট যে মামুনুল হক এই ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত।’
আজ মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। জেরা শেষে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে তাঁকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
২ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
২ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৮ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১৪ মিনিট আগে