ঢাবি প্রতিনিধি
রড, বাঁশ ও দেশীয় অস্ত্র হাতে মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে যাচ্ছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, শাহবাগ ও নীলক্ষেত এলাকায় এমন চিত্র দেখা যায়।
শাহবাগ মোড়ে আওয়ামী লীগের শাহবাগ থানার নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যায় ৷ সেখানে নেতা-কর্মীদের হাতে বাঁশ, লাঠি, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। মানিক হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মী জানান, দলের হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের ওপর কোনো আঘাত করা হলে আমরা যেন তা প্রতিরোধ করতে পারি, তাই প্রস্তুতি নিয়ে রেখেছি।
সরেজমিনে দেখা যায়, ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা রড হাতে বের হয়েছেন। টিএসসি, শহীদ মিনার ও দোয়েল চত্বর মোড়ে আওয়ামী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীদের লাঠি, বাঁশ, হকিস্টিক, পাইপ, হেলমেটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থাকেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ ছাড়া, ছাত্রলীগের নেতা-কর্মীদের ফেসবুক ওয়ালে লাঠি হাতে বিভিন্ন ক্যাপশন দিতে দেখা যায়। কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ তানজীর আরাফাত তুষার লাঠি হাতে ফেসবুকে লেখেন—সময়ের প্রয়োজনে আরও একবার.........
এদিকে ডিএমপির পক্ষ থেকে নির্দেশনায় বলা হয়েছে, সমাবেশে ব্যানারের আড়ালে কোনো ধরনের লাঠিসোঁটা বা রডসদৃশ কোনো কিছু ব্যবহার করা যাবে না। তবে লাঠি, রড ও দেশীয় অস্ত্র ব্যবহার করার বিষয়টি অস্বীকার করছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা ক্যাম্পাসেও অবস্থান করবে, সমাবেশেও যাবে। কোনো ধরনের লাঠিসোঁটা নেওয়ার নির্দেশনা নাই, তবে আমাদের হাতে জাতীয় পতাকা থাকবে। জাতীয় পতাকার জন্য নেওয়া বস্তুকে আপনি (সাংবাদিক) লাঠি হিসেবে দেখেছেন।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
রড, বাঁশ ও দেশীয় অস্ত্র হাতে মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে যাচ্ছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, শাহবাগ ও নীলক্ষেত এলাকায় এমন চিত্র দেখা যায়।
শাহবাগ মোড়ে আওয়ামী লীগের শাহবাগ থানার নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যায় ৷ সেখানে নেতা-কর্মীদের হাতে বাঁশ, লাঠি, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। মানিক হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মী জানান, দলের হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের ওপর কোনো আঘাত করা হলে আমরা যেন তা প্রতিরোধ করতে পারি, তাই প্রস্তুতি নিয়ে রেখেছি।
সরেজমিনে দেখা যায়, ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা রড হাতে বের হয়েছেন। টিএসসি, শহীদ মিনার ও দোয়েল চত্বর মোড়ে আওয়ামী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীদের লাঠি, বাঁশ, হকিস্টিক, পাইপ, হেলমেটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থাকেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ ছাড়া, ছাত্রলীগের নেতা-কর্মীদের ফেসবুক ওয়ালে লাঠি হাতে বিভিন্ন ক্যাপশন দিতে দেখা যায়। কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ তানজীর আরাফাত তুষার লাঠি হাতে ফেসবুকে লেখেন—সময়ের প্রয়োজনে আরও একবার.........
এদিকে ডিএমপির পক্ষ থেকে নির্দেশনায় বলা হয়েছে, সমাবেশে ব্যানারের আড়ালে কোনো ধরনের লাঠিসোঁটা বা রডসদৃশ কোনো কিছু ব্যবহার করা যাবে না। তবে লাঠি, রড ও দেশীয় অস্ত্র ব্যবহার করার বিষয়টি অস্বীকার করছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা ক্যাম্পাসেও অবস্থান করবে, সমাবেশেও যাবে। কোনো ধরনের লাঠিসোঁটা নেওয়ার নির্দেশনা নাই, তবে আমাদের হাতে জাতীয় পতাকা থাকবে। জাতীয় পতাকার জন্য নেওয়া বস্তুকে আপনি (সাংবাদিক) লাঠি হিসেবে দেখেছেন।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লম্বা শুভ্র চুল-দাড়ি বিশিষ্ট এক বৃদ্ধকে তিন ব্যক্তি জোর করে চুল কেটে দিচ্ছেন। বৃদ্ধ প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন। না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে বলেন, ‘আল্লাহ, তুই দেহিস।’
৪৪ মিনিট আগেঋণের ফাঁদ থেকে কোনোভাবেই বের হতে পারছিলেন না মিঠুন দাস (২৮)। ওষুধ কোম্পানির প্রতিনিধির চাকরি আর সিসি ক্যামেরা লাগানোর ব্যবসা থেকে যে আয়-রোজগার হচ্ছিল, তার প্রায় সবই চলে যাচ্ছিল শুধু সুদ দিতে।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে আমগাছে দুই হাত বাঁধা অবস্থায় রফিক শেখ (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন এলাকায় লাশটি উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগেপিআর পদ্ধতির দাবিতে আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
১ ঘণ্টা আগে