নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বন্ধ রয়েছে সেখানকার অন্তত ২০টি মার্কেটের বেচাকেনা। এর ফলে সৃষ্ট ক্ষতির পরিমাণ দিনে শত কোটি টাকার বেশি বলে দাবি করেছেন ব্যবসায়ী নেতারা।
নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘এই এলাকায় প্রায় ১০ হাজার দোকান আছে। ঈদের আগের এই সময়টাতে প্রতি দিন দোকানগুলোতে গড়ে কম বেশি ১ লাখ টাকার পণ্য বিক্রি হয়। সে হিসেবে ক্ষতির পরিমাণ দিনে শত কোটি টাকা। আর ফুটপাতের দোকানগুলোকেই হিসাব করলে ক্ষতিটা আরও বেশি।’
এই ব্যবসায়ী নেতা জানান, ফুটপাতে প্রায় তিন চার হাজার দোকান রয়েছে। এগুলোতে দিনে বিক্রির পরিমাণ তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি ৷ তবে তাঁর ধারণা ফুটপাতের একেকটি দোকানে দিনে অন্তত ৪০-৫০ হাজার টাকার পণ্য ব্যবসা হয়।
আমিনুল ইসলাম দাবি করেন, সোমবার রাতে ফুটপাতের অনেক দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এতে ফুটপাতের ব্যবসায়ীদের অনেকেই তাদের সর্বস্ব হারিয়েছেন।
নিউমার্কেট এলাকার একাধিক হকার একই দাবি করেছেন। তাদের দাবি, ফুটপাতে আগুন লাগিয়ে দেওয়ায় ঈদের আগে পুঁজি খাঁটিয়ে কেনা সবকিছুই হারিয়েছেন তারা।
নিউমার্কেট এলাকার ফুটপাতের স্কার্ফ বিক্রেতা নাইমুল হাসান বলেন, ‘আমার সবকিছু শেষ ৷ ঈদের জইন্য যা আনছিলাম কিচ্ছু নাই আর।’
ব্যবসায়ীদের দাবি, সোমবার রাতে নিউমার্কেটের একাধিক দোকানে লুটপাট হয়েছে। চন্দ্রিমায় কয়েকবার আগুন জ্বালানোর চেষ্টা হয় বলে জানিয়েছেন আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম বলেন, ‘কয়েকবার চন্দ্রিমায় আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে ৷ ফুটপাতের দোকানে আগুন দেওয়া হয়েছে। প্রশাসন এগিয়ে এসেছিল বলে রক্ষা। না হলে আরও ভয়াবহ কিছু ঘটতে পারত।’
এবারের ঈদে ব্যবসা করে গত দুবছরের করোনার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছিলেন ব্যবসায়ীরা। এ জন্য বেশির ভাগ ব্যবসায়ী নিজেদের সঞ্চয়সহ ধারদেনা করেও পুঁজি খাঁটিয়ে নতুন পণ্য দোকানে তুলেছেন। সোমবার রাতে শুরু হওয়া সংঘর্ষের ফলে এই এলাকার ঈদের বেচাকেনার বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অনেক ব্যবসায়ী। সংঘর্ষ থেমে যাওয়ার পরেও ক্রেতারা আতঙ্কগ্রস্ত হয়ে ওই এলাকায় আসবেন না বলে আশঙ্কা তাদের।
নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বন্ধ রয়েছে সেখানকার অন্তত ২০টি মার্কেটের বেচাকেনা। এর ফলে সৃষ্ট ক্ষতির পরিমাণ দিনে শত কোটি টাকার বেশি বলে দাবি করেছেন ব্যবসায়ী নেতারা।
নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘এই এলাকায় প্রায় ১০ হাজার দোকান আছে। ঈদের আগের এই সময়টাতে প্রতি দিন দোকানগুলোতে গড়ে কম বেশি ১ লাখ টাকার পণ্য বিক্রি হয়। সে হিসেবে ক্ষতির পরিমাণ দিনে শত কোটি টাকা। আর ফুটপাতের দোকানগুলোকেই হিসাব করলে ক্ষতিটা আরও বেশি।’
এই ব্যবসায়ী নেতা জানান, ফুটপাতে প্রায় তিন চার হাজার দোকান রয়েছে। এগুলোতে দিনে বিক্রির পরিমাণ তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি ৷ তবে তাঁর ধারণা ফুটপাতের একেকটি দোকানে দিনে অন্তত ৪০-৫০ হাজার টাকার পণ্য ব্যবসা হয়।
আমিনুল ইসলাম দাবি করেন, সোমবার রাতে ফুটপাতের অনেক দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এতে ফুটপাতের ব্যবসায়ীদের অনেকেই তাদের সর্বস্ব হারিয়েছেন।
নিউমার্কেট এলাকার একাধিক হকার একই দাবি করেছেন। তাদের দাবি, ফুটপাতে আগুন লাগিয়ে দেওয়ায় ঈদের আগে পুঁজি খাঁটিয়ে কেনা সবকিছুই হারিয়েছেন তারা।
নিউমার্কেট এলাকার ফুটপাতের স্কার্ফ বিক্রেতা নাইমুল হাসান বলেন, ‘আমার সবকিছু শেষ ৷ ঈদের জইন্য যা আনছিলাম কিচ্ছু নাই আর।’
ব্যবসায়ীদের দাবি, সোমবার রাতে নিউমার্কেটের একাধিক দোকানে লুটপাট হয়েছে। চন্দ্রিমায় কয়েকবার আগুন জ্বালানোর চেষ্টা হয় বলে জানিয়েছেন আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম বলেন, ‘কয়েকবার চন্দ্রিমায় আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে ৷ ফুটপাতের দোকানে আগুন দেওয়া হয়েছে। প্রশাসন এগিয়ে এসেছিল বলে রক্ষা। না হলে আরও ভয়াবহ কিছু ঘটতে পারত।’
এবারের ঈদে ব্যবসা করে গত দুবছরের করোনার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছিলেন ব্যবসায়ীরা। এ জন্য বেশির ভাগ ব্যবসায়ী নিজেদের সঞ্চয়সহ ধারদেনা করেও পুঁজি খাঁটিয়ে নতুন পণ্য দোকানে তুলেছেন। সোমবার রাতে শুরু হওয়া সংঘর্ষের ফলে এই এলাকার ঈদের বেচাকেনার বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অনেক ব্যবসায়ী। সংঘর্ষ থেমে যাওয়ার পরেও ক্রেতারা আতঙ্কগ্রস্ত হয়ে ওই এলাকায় আসবেন না বলে আশঙ্কা তাদের।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের প্রোফাইলে লগইন করে ফল জানতে
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
১ ঘণ্টা আগে