Ajker Patrika

কেরানীগঞ্জে পুলিশ পরিচয়ে স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে পুলিশ পরিচয়ে স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ২

ঢাকার কেরানীগঞ্জে পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণের বার ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সোহেল ও দেওয়ান রুবেল। গ্রেপ্তারকৃত সোহেলের পরনে পুলিশের পোশাক ছিলেন। তিনি নিজেকে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত বলে জানিয়েছেন। অপরদিকে দেওয়ান রুবেল ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত ছিলেন, তিনি নিজেকে ডিবি পুলিশের গাড়ি চালক বলে দাবি করেন। গতকাল শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর গুদারাঘাট এলাকায় খাজা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ডিবি পুলিশের স্টিকার সংবলিত একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৫-১৮১০) জব্দ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশ হালদার ও পলাশ হালদার নামের দুই সহোদর স্বর্ণ ব্যবসায়ী ১১টি স্বর্ণের বার নিয়ে রাজধানীর তাঁতিবাজার যাওয়ার সময় তাদেরকে কয়েকজন মিলে পুলিশ পরিচয় দিয়ে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সংঘবদ্ধ দলের কয়েক সদস্য পালিয়ে গেলেও স্থানীয়রা পুলিশের পোশাক পরিহিত দুজনকে আটক করে থানা-পুলিশে সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, স্বর্ণের বার ছিনতাই কালে স্থানীয়রা পুলিশের পোশাক পরিহিত দুই ছিনতাইকারীকে আটক করে। পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে ১১টি স্বর্ণেরবারসহ দুজনকে গ্রেপ্তার করে এবং তাঁদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে। গ্রেপ্তারকৃতরা নিজেদের পুলিশ সদস্য বলে দাবি করছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত