Ajker Patrika

দুই জনগোষ্ঠীতে এইডসের হার উদ্বেগজনক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই জনগোষ্ঠীতে এইডসের হার উদ্বেগজনক

দেশে আশঙ্কাজনকভাবে এইচআইভি ভাইরাসে (এইডস) আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়েছে দুই জনগোষ্ঠীর মাঝে। নারী যৌনকর্মী ও শিরায় মাদক গ্রহণকারীদের এইডসে আক্রান্তের হার তুলনামূলক কম হলেও ঊর্ধ্বমুখী পুরুষ সমকামী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মধ্যে। 

তবে এই চার জনগোষ্ঠীরই আগের তুলনায় সক্রিয় সিফিলিসের প্রাদুর্ভাব বেড়েছে। ২০১৭ সালে এ হার ৪ দশমিক ৮ শতাংশ থাকলেও তা বেড়ে বর্তমানে ১১ শতাংশে দাঁড়িয়েছে। যা এই জনগোষ্ঠীর জন্য উদ্বেগজনক। 
 
দেশের ১২টি জেলার এইচআইভি ভাইরাসের ঝুঁকিপূর্ণ ৯ হাজার ২৪১ জনের ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগের চালানো এক জরিপে এমন চিত্র উঠে এসেছে। 

জরিপে দেখা যায়, ২০১৭ সালে পুরুষ সমকামীদের এইচআইভিতে আক্রান্তের হার শূন্য দশমিক ৭ শতাংশ হলেও ২০২০ সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ১ শতাংশে। একই সময়ে তৃতীয় লিঙ্গের মধ্যে এই মাত্রা শূন্য দশমিক ৯ শতাংশ থাকলেও বর্তমানে তা বেড়ে ১ দশমিক ২ শতাংশ। 
 
আজ সোমবার দুপুরে এই গবেষণা প্রকাশ করা হয়। গবেষণা তুলে ধরেন বিএসএমএমইউয়ের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক সাইফ উল্লাহ মুন্সি। 

জরিপে অংশ নেন, নারী যৌনকর্মী ৩ হাজার ১১ হাজার জন, পুরুষ সমকামী ২ হাজার ৭৮ জন ও ইনজেকশনের মাধ্যমে মাদক নেওয়া জনগোষ্ঠী ৩ হাজার ৮০ হাজার জন এবং তৃতীয় লিঙ্গের ১ হাজার ৭২ জন। 
 
এই জরিপে প্রধান হিসেবে ছিলেন বিএসএমএমইউয়ের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক সাইফ উল্লাহ মুন্সি। তিনি বলেন, আগের জরিপগুলোতে আমার দেখেছি ইনজেকশনের মাধ্যমে রক্তের শিরায় মাদক গ্রহণকারীদের মধ্যে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হওয়ার ছিল সবচেয়ে বেশি। তবে এই জরিপে তার বিপরীত চিত্র দেখা গেছে। 

সাইফ উল্লাহ মুন্সি বলেন, এইচআইভি ছাড়াও হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি রোগের ওপরেও জরিপ করা হয়েছে। এতে দেখা গেছে ইনজেকশনের মাধ্যমে রক্তের শিরায় মাদক গ্রহণকারীদের মধ্যে এখনও এই দুই ভাইরাস বেশি লক্ষ্য করা গেছে। এই উদ্বেগজন পরিস্থিতি নিয়ন্ত্রণে যেসব কর্মসূচি চলমান রয়েছে এগুলো আরও শক্তিশালী করতে হবে। সরকার যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলো আরও বেগবান করতে হবে। 

অনুষ্ঠানে ঝুঁকিপূর্ণ এসব জনগোষ্ঠী থেকে যাতে কোনোভাবেই এইডস সাধারণ জনগোষ্ঠীর মাঝে প্রবেশ করতে না পারে সেদিকে নজর রাখার ওপর গুরুত্বারোপ করেন ভাইরালোজিস্ট ও বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম। 

জাতিসংঘের এইচআইভি ও এইডস বিষয়ক সংস্থা ইউএনএইডসের তথ্যমতে, বর্তমানে বিশ্বের ৩ কোটি ৮০ লাখের বেশি মানুষ এইডসে ভুগছেন। এর মধ্যে নতুন আক্রান্ত এক কোটি ৮০ লাখ। প্রতি বছর এতে আক্রান্ত হচ্ছে প্রায় ২৭ লাখ মানুষ। আর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে এই মুহূর্তে এইডস রোগীর সংখ্যা ৮ হাজার ৭৬১ জন। এদের মধ্যে চিকিৎসার আওতায় আছেন ৭৭ শতাংশ রোগী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত