Ajker Patrika

শিক্ষার্থীদের মানববন্ধনে দাঁড়াতে দিল না পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৩: ১৭
শিক্ষার্থীদের মানববন্ধনে দাঁড়াতে দিল না পুলিশ

পূর্বঘোষিত কর্মসূচি ১১ দফা বাস্তবায়নে রামপুরা ট্রাফিক বক্সের সামনে সকলে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে তাঁদের বাধা দেয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রামপুরা ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। 

একপর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। পরে পুলিশের বাঁধার মুখে মানববন্ধন না করে চলে যায় তারা। 

মতিঝিল জোনের রামপুরা বিভাগের এডিসি নুরুল আমিন বলেন, ওপর থেকে নিষেধ আছে আজকে শিক্ষার্থীদের রাস্তায় নামতে দেওয়া হবে না। কারণ তাঁদের সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে। 

মানববন্ধনে আসা দুই শিক্ষার্থী কানিজ ফাতেমা ও সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস বলেন, আমাদের কোনো দাবি সরকার মেনে নেয়নি। সারা দেশে হাফ ভাড়া কার্যকর হয়নি, রাস্তা নিরাপদ হয়নি। তাহলে আমাদের কোন দাবিটা মেনে নিল। 

শিক্ষার্থীরা বলেন, আমরা আজ রাস্তায় কোন প্রকার বিশৃঙ্খলা করার জন্য আসিনি, আমরা গাড়ির কাগজপত্র চেক করার জন্য আসিনি, আমরা আজকে শান্তিপূর্ণ মানববন্ধনের জন্য দাঁড়িয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের বাধা দিয়েছে, আমাদের ব্রিজের ওপর দাঁড়াতে দেয়নি, উঠিয়ে দিয়েছে। এ ছাড়া পুলিশ আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে, যা কাম্য নয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত