নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে চলা কর্মসূচি স্থগিত থাকা সত্ত্বেও অবরুদ্ধ রাখা হয়েছে নগর ভবন। ইশরাককে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করছেন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।
আজ শনিবার (২৪ মে) নগর ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এদিকে আজও নগর ভবনের ফটকে তালা থাকার কারণে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। তবে সীমিত আকারে অভ্যন্তরীণ কিছু কার্যক্রম চলেছে।
ডিএনসিসি সূত্র জানিয়েছে, আসন্ন ঈদ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ফাইলে স্বাক্ষর করার জন্য সচিব এবং বিভাগীয় প্রধানেরা কিছুক্ষণের জন্য অফিসে এসেছিলেন। তবে সেই কাজ শেষ হলেই তাঁরা আবার বেরিয়ে যান।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা জানান, নগর ভবনের অভিভাবক মেয়র, মেয়র ছাড়া তাঁরা অফিস করবেন না।
খবর নিয়ে জানা গেছে, ডিএসসিসির মশক নিধন অভিযান, বর্জ্য সংগ্রহসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তবে জোন অফিসগুলো আজও বন্ধ রয়েছে।
গত ২২ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন আদালত। এর ফলে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে কোনো বাধা নেই বলে জানান তাঁর আইনজীবীরা।
এদিন বিকেলে রাজধানীর কাকরাইলে নেতা-কর্মীদের কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন কর্মসূচি ২৪–৪৮ ঘণ্টা স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখব এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সরকারের অবস্থান পর্যবেক্ষণ করব। তারা কী করে, তা দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা করা হবে।’
এর আগে ১৭ মে কর্মসূচির তৃতীয় দিনে নগর ভবনের সব ফটকে তালা দেন ইশরাক হোসেনের সমর্থকেরা। তারপর গত সপ্তাহ বন্ধ ছিল নগর ভবনের সব ধরনের কার্যক্রম ও নাগরিক সেবা। আজ এ নিয়ে টানা সপ্তম দিনের মতো বন্ধ নগর ভবন।
আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে চলা কর্মসূচি স্থগিত থাকা সত্ত্বেও অবরুদ্ধ রাখা হয়েছে নগর ভবন। ইশরাককে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করছেন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।
আজ শনিবার (২৪ মে) নগর ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এদিকে আজও নগর ভবনের ফটকে তালা থাকার কারণে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। তবে সীমিত আকারে অভ্যন্তরীণ কিছু কার্যক্রম চলেছে।
ডিএনসিসি সূত্র জানিয়েছে, আসন্ন ঈদ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ফাইলে স্বাক্ষর করার জন্য সচিব এবং বিভাগীয় প্রধানেরা কিছুক্ষণের জন্য অফিসে এসেছিলেন। তবে সেই কাজ শেষ হলেই তাঁরা আবার বেরিয়ে যান।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা জানান, নগর ভবনের অভিভাবক মেয়র, মেয়র ছাড়া তাঁরা অফিস করবেন না।
খবর নিয়ে জানা গেছে, ডিএসসিসির মশক নিধন অভিযান, বর্জ্য সংগ্রহসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তবে জোন অফিসগুলো আজও বন্ধ রয়েছে।
গত ২২ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন আদালত। এর ফলে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে কোনো বাধা নেই বলে জানান তাঁর আইনজীবীরা।
এদিন বিকেলে রাজধানীর কাকরাইলে নেতা-কর্মীদের কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন কর্মসূচি ২৪–৪৮ ঘণ্টা স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখব এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সরকারের অবস্থান পর্যবেক্ষণ করব। তারা কী করে, তা দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা করা হবে।’
এর আগে ১৭ মে কর্মসূচির তৃতীয় দিনে নগর ভবনের সব ফটকে তালা দেন ইশরাক হোসেনের সমর্থকেরা। তারপর গত সপ্তাহ বন্ধ ছিল নগর ভবনের সব ধরনের কার্যক্রম ও নাগরিক সেবা। আজ এ নিয়ে টানা সপ্তম দিনের মতো বন্ধ নগর ভবন।
ঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
২ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে