Ajker Patrika

নদী রক্ষায় সচেতনতায় মেঘনায় সাঁতার প্রতিযোগিতা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১২: ৫১
নদীতে সাঁতার কাটছেন সাঁতারুরা। ছবি: আজকের পত্রিকা
নদীতে সাঁতার কাটছেন সাঁতারুরা। ছবি: আজকের পত্রিকা

‘স্টপ রিভার পলুশন, সেভ লাইভস’—এই বার্তা সামনে রেখে নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রম এক সাঁতার প্রতিযোগিতা। নদীদূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে এ আয়োজন করে রায়পুরা রানার্স কমিউনিটি।

আজ শনিবার সকাল ১০টায় রায়পুরা উপজেলার পান্থশালা ঘাট, ফকিরারচর ও রংপুর গ্রামের মেঘনার তীর থেকে প্রতিযোগীরা একযোগে সাঁতার শুরু করেন। নদীর বিশাল জলরাশিতে তৈরি হয় এক ভিন্নধর্মী উৎসবের আয়োজন।

রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে তিন ক্যাটাগরিতে তিনজন নারী প্রতিযোগীসহ ৫৫ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীদের অংশগ্রহণে নদীর পাড়জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। ঢাকঢোল ও করতালির শব্দে মুখরিত হয়ে ওঠে মেঘনার পাড়। নদীপাড়ে এমন আয়োজন স্থানীয়দেরও ব্যাপক উৎসাহিত করে।

সাঁতারুদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। নদীতে সার্বক্ষণিক মোতায়েন রাখা হয় ১০টি নিরাপত্তা নৌকা এবং ৪৫ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর রয়েছেন।

সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। ছবি: আজকের পত্রিকা
সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। ছবি: আজকের পত্রিকা

আয়োজক কমিটির রায়পুরা রানার্স কমিউনিটির ফাউন্ডার সবুজ সিকদার বলেন, এই প্রতিযোগিতায় দেশি-বিদেশি মিলিয়ে মোট ৫৫ জন সাঁতারু অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫ কিলোমিটার বিভাগে ২২ জন, ২ কিলোমিটার বিভাগে ২৭ জন এবং ৭৫০ মিটার বিভাগে ৭ জন অংশ নেন।

তিনি আরও বলেন, ‘আমরা চাই নদী রক্ষার বার্তাটি ছড়িয়ে দিতে। পাশাপাশি রায়পুরাকে দেশ-বিদেশে পরিচিত করাই আমাদের লক্ষ্য। সামনের বছরগুলোতে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা আছে।’

রায়পুরা উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টায় সাঁতার প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আয়োজকেরা আশাবাদী, এই আয়োজন ভবিষ্যতে রায়পুরাকে পরিচিত করে তুলবে নদী সংরক্ষণের উদাহরণ হিসেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত