নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও অপহরণ হওয়া প্রতিটি ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ‘স্বজন হারা সমন্বয় কমিটি’ নামে একটি সংগঠন।
সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিখোঁজ হওয়া ৬৪ জনের তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেল্লাল হোসেন।
লিখিত বক্তব্যে বেল্লাল হোসেন দাবি করেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শতকরা ৭০ থেকে ৮০ শতাংশ লোক র্যাবের দ্বারা গুম, খুন, অপহরণ হয়েছে। ক্রসফায়ারের নামে নাটক সাজিয়ে অন্যায়ভাবে পাখির মতো তারা মানুষ মারছে। এ সময়ে র্যাবের দায়িত্বে থাকা ডিজি, এডিশনাল ডিজি, ডিবির প্রধান ও ডিজিএফআই প্রধান, সবাইকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
গোপন আয়নাঘর জনসমক্ষে আনার দাবি জানিয়ে বেল্লাল হোসেন বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে জল্লাদের আয়নাঘর উন্মোচন না করা হলে বাংলার প্রতিবাদী মানুষকে নিয়ে প্রতিটি সন্দেহভাজন আয়নাঘর ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে।’ তিনি অভিযোগ করেন, ‘প্রতিটি রাজনৈতিক দল তাদের পদ-পদবি ক্ষমতা ও চেয়ার নিয়ে ব্যস্ত, স্বজনহারা পরিবারের পক্ষে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও অপহরণ হওয়া প্রতিটি ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ‘স্বজন হারা সমন্বয় কমিটি’ নামে একটি সংগঠন।
সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিখোঁজ হওয়া ৬৪ জনের তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেল্লাল হোসেন।
লিখিত বক্তব্যে বেল্লাল হোসেন দাবি করেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শতকরা ৭০ থেকে ৮০ শতাংশ লোক র্যাবের দ্বারা গুম, খুন, অপহরণ হয়েছে। ক্রসফায়ারের নামে নাটক সাজিয়ে অন্যায়ভাবে পাখির মতো তারা মানুষ মারছে। এ সময়ে র্যাবের দায়িত্বে থাকা ডিজি, এডিশনাল ডিজি, ডিবির প্রধান ও ডিজিএফআই প্রধান, সবাইকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
গোপন আয়নাঘর জনসমক্ষে আনার দাবি জানিয়ে বেল্লাল হোসেন বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে জল্লাদের আয়নাঘর উন্মোচন না করা হলে বাংলার প্রতিবাদী মানুষকে নিয়ে প্রতিটি সন্দেহভাজন আয়নাঘর ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে।’ তিনি অভিযোগ করেন, ‘প্রতিটি রাজনৈতিক দল তাদের পদ-পদবি ক্ষমতা ও চেয়ার নিয়ে ব্যস্ত, স্বজনহারা পরিবারের পক্ষে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১২ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৩ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩১ মিনিট আগে