নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে চোর সন্দেহে রাজন মিয়া (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত রাজন উপজেলার উত্তর চরপাড়া গ্রামের বাসিন্দা। এ সময় গণপিটুনিতে আহত হয়েছে ইয়াছিন (১৬) নামের আরেক কিশোর।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. ইলিয়াছ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৩টার দিকে ওই দুই কিশোরকে ঘোড়াশাল পাইকসা মহল্লার সোবাহান মিয়ার বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় বাড়ির লোকজন আটক করে। পরে চোর সন্দেহে স্থানীয়রা রাজন ও ইয়াছিনকে পিটিয়ে আহত করে। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। পরে তারা লাশ বাড়ির পাশের একটি পরিত্যক্ত কারখানার ঝোপে ফেলে রাখে। খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। আহত কিশোর ইয়াছিনকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াছ বলেন, নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
নরসিংদীর পলাশে চোর সন্দেহে রাজন মিয়া (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত রাজন উপজেলার উত্তর চরপাড়া গ্রামের বাসিন্দা। এ সময় গণপিটুনিতে আহত হয়েছে ইয়াছিন (১৬) নামের আরেক কিশোর।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. ইলিয়াছ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৩টার দিকে ওই দুই কিশোরকে ঘোড়াশাল পাইকসা মহল্লার সোবাহান মিয়ার বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় বাড়ির লোকজন আটক করে। পরে চোর সন্দেহে স্থানীয়রা রাজন ও ইয়াছিনকে পিটিয়ে আহত করে। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। পরে তারা লাশ বাড়ির পাশের একটি পরিত্যক্ত কারখানার ঝোপে ফেলে রাখে। খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। আহত কিশোর ইয়াছিনকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াছ বলেন, নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
২ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
২ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৮ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১৪ মিনিট আগে