Ajker Patrika

সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২ 

মাদারীপুর প্রতিনিধি
সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২ 

মাদারীপুরে কালকিনি উপজেলার কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে নিহত মানিক সরদারের স্ত্রী শীমা খানম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলীনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারসহ ১৭ জনের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা করেন।

বুধবার সকালে মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আসফাক রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইশতিয়াক আসফাক রাসেল বলেন, ‘নিহতের স্ত্রী বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও অজ্ঞাত আরো ১৫ থেকে ২০ জনকে আসামী করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে কোনো আসামীর নাম বলতে পারছি না।’ 

তবে আলীনগর ইউনিয়নের রাজারচর গ্রাম থেকে অনুকুল মুন্সির ছেলে আসামী অসীম মুন্সি ও তমিজ উদ্দিনের ছেলে মকবুল আলী নামে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদেরও গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

এর আগে গত সোমবার রাত ৮টার দিকে কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজার থেকে বাড়ী ফেরার পথে পালরদী নদীর পাড়ে দুর্বৃত্তদের হাতে খুন হন উপজেলা কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক মানিক সরদার।

গেল দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিক সরদার আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাহীদ পারভেজের পক্ষে কাজ করেন। সেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান মিলন সরদার হেরে যান। এই হত্যাকাণ্ডের পিছনে মিলন সরদারের সম্পৃক্ততা রয়েছে বলে নিহতের পরিবার দাবী করে আসছে। হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত