রাজধানীর রায়েরবাগে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে কয়েল তৈরির কাঁচামালের ৪টি কারখানা। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুড়ে যাওয়া কারখানাগুলো হলো—ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কদমতলীর রায়েরবাগের তাহের এন্টারপ্রাইজ, আলমগীর এন্টারপ্রাইজ, মোফাজ্জেল এন্টারপ্রাইজ ও শহিদ এন্টারপ্রাইজ।
টিনশেড এসব কারখানায় মূলত কাঠের ভুসি ও তেঁতুলের বীজ গুঁড়ো করা হতো। এগুলো মশার কয়েল তৈরিতে ব্যবহার করা হতো। কিন্তু কারখানাগুলোতে আগুন প্রতিরোধের কোনো ব্যবস্থা না থাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে কারখানাগুলো আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয়রা বলছেন, কারখানাগুলোর ধোঁয়ার গন্ধে ওই এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আবাসিক ভবনের পাশে এমন কারখানা থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
তাই এ সময় স্থানীয়রা এসব কারখানা নির্দিষ্ট জায়গায় সরিয়ে নেওয়ার দাবি জানান।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, কারখানাগুলো টিনের হওয়ায় আগুনের ভয়াবহতা তীব্র ছিল। তবে মালিকেরা আত্মগোপনে থাকায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
রাজধানীর রায়েরবাগে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে কয়েল তৈরির কাঁচামালের ৪টি কারখানা। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুড়ে যাওয়া কারখানাগুলো হলো—ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কদমতলীর রায়েরবাগের তাহের এন্টারপ্রাইজ, আলমগীর এন্টারপ্রাইজ, মোফাজ্জেল এন্টারপ্রাইজ ও শহিদ এন্টারপ্রাইজ।
টিনশেড এসব কারখানায় মূলত কাঠের ভুসি ও তেঁতুলের বীজ গুঁড়ো করা হতো। এগুলো মশার কয়েল তৈরিতে ব্যবহার করা হতো। কিন্তু কারখানাগুলোতে আগুন প্রতিরোধের কোনো ব্যবস্থা না থাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে কারখানাগুলো আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয়রা বলছেন, কারখানাগুলোর ধোঁয়ার গন্ধে ওই এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আবাসিক ভবনের পাশে এমন কারখানা থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
তাই এ সময় স্থানীয়রা এসব কারখানা নির্দিষ্ট জায়গায় সরিয়ে নেওয়ার দাবি জানান।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, কারখানাগুলো টিনের হওয়ায় আগুনের ভয়াবহতা তীব্র ছিল। তবে মালিকেরা আত্মগোপনে থাকায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য শাহ মোহাম্মদ রফিকুল বারী চৌধুরী (৮০) মারা গেছেন। আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা ২টায় জামালপুর শহরের আমলাপাড়া নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৪ মিনিট আগেনিহত গৃহবধূর ফুপা শামসুদ্দোহা খানের ভাষ্য, গতকাল বুধবার রাত ২টার দিকে সিফাত আলী তাঁর শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে বলেন, ‘কেয়া খুবই অসুস্থ।’ এরপর স্বামীসহ দ্রুত ওই বাসায় পৌঁছান নাজমা বেগম। সেখানে গিয়ে তাঁরা দেখেন, কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন সিফাত। হাসপাতালে পৌঁছার পর এক...
৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা কারাগারের এক হাজতি মারা গেছেন। তাঁর নাম সামির খান (২৫)। আজ শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। সামির খান আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের আলম খানের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়
৮ মিনিট আগেশেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩৩ মিনিট আগে