Ajker Patrika

রামপুরা-বাড্ডা সড়ক রণক্ষেত্র, ট্রাফিক পুলিশের কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৩: ২১
রামপুরা-বাড্ডা সড়ক রণক্ষেত্র, ট্রাফিক পুলিশের কার্যালয়ে আগুন

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রামপুরা ট্রাফিক পুলিশের সহকারী কমিশনারের কার্যালয়ে আগুন দিয়েছেন। এ সময় ১০টির বেশি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। আজ দুপুর পৌনে ১২টা নাগাদ এ ঘটনা ঘটে।

রামপুরা এলাকায় সরেজমিনে দেখা যায়, মেরুল বাড্ডা থেকে রামপুরা টিভি সেন্টার পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রাস্তার এই অংশটুকু আন্দোলনকারীদের দখলে। ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তিতুমীর কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় শ্রমিক, সিএনজি অটোচালকসহ ছাত্রদলের কর্মীদের অংশ নিতে দেখা গেছে। বাড্ডা-হাতিরঝিল সংযোগ সড়কে অবস্থান নিয়েছে পুলিশ। আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে।

শাটডাউনের প্রভাবে সড়কে যানবাহন বন্ধ রয়েছে। কিছু কিছু দোকান খোলা থাকলেও অধিকাংশই বন্ধ দেখা গেছে।

এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে বনশ্রী ফরাজী হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ বক্সের পাশে সড়কে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীতসরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা আজ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত