Ajker Patrika

পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে: আইজিপি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে: আইজিপি 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করেছে। ফলে পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে। অবস্থা ধরে রাখাতে হবে। 

আজ বুধবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সদর দপ্তরের ত্রৈমাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। 

আইজিপি বলেন, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কারণে দেশ থেকে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে পুলিশ। ফলে দেশে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। 

তিনি আরও বলেন, পুলিশকে আত্মতুষ্টিতে ভুগলে হবে না, আরও পেশাদারিত্বের সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও এ বিষয়ে সব সময় সতর্ক থাকতে হবে। 

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজারবাগে অনুষ্ঠিত কনফারেন্সে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের সার্বিক অপরাধ চিত্র সভায় উপস্থাপন করেন। 

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামসহ অতিরিক্ত আইজিপি, সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত