ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথায় একটি কবরস্থান থেকে উধাও হওয়া দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের একটি ফসলি জমি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। লাশ দুটি প্লাস্টিকের বস্তাবন্দী কাফনের কাপড়ে প্যাঁচানো ছিল।
উদ্ধার হওয়া লাশ দুটি ওই গ্রামের কালা মোল্লার স্ত্রী মোছা. হাবিবা বেগম (৬০) এবং একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে মো. ইদ্রিস শেখের (৬৫) বলে জানিয়েছে পুলিশ।
এলাকাবাসী জানান, হাবিবা বেগম ও ইদ্রিস শেখ তিন-চার মাস আগে মারা যান। পরে তাঁদের গোয়ালপাড়া কবরস্থানে দাফন করা হয়। চুরিতে ব্যর্থ হয়ে লাশ দুটি কবরস্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে ফেলে রেখে যায়। সকালে বস্তাভর্তি লাশ কুকুরে টানাটানি করার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। ওই কবরস্থান থেকে আরও দুটি লাশ উধাও হয়েছে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। লাশ দুটি দেখতে মমির মতো ছিল, কঙ্কাল হয়নি। পরে ধর্মীয় বিধানমতে আবার দাফন করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা খতিয়ে দেখছি।’
ফরিদপুরের সালথায় একটি কবরস্থান থেকে উধাও হওয়া দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের একটি ফসলি জমি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। লাশ দুটি প্লাস্টিকের বস্তাবন্দী কাফনের কাপড়ে প্যাঁচানো ছিল।
উদ্ধার হওয়া লাশ দুটি ওই গ্রামের কালা মোল্লার স্ত্রী মোছা. হাবিবা বেগম (৬০) এবং একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে মো. ইদ্রিস শেখের (৬৫) বলে জানিয়েছে পুলিশ।
এলাকাবাসী জানান, হাবিবা বেগম ও ইদ্রিস শেখ তিন-চার মাস আগে মারা যান। পরে তাঁদের গোয়ালপাড়া কবরস্থানে দাফন করা হয়। চুরিতে ব্যর্থ হয়ে লাশ দুটি কবরস্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে ফেলে রেখে যায়। সকালে বস্তাভর্তি লাশ কুকুরে টানাটানি করার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। ওই কবরস্থান থেকে আরও দুটি লাশ উধাও হয়েছে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। লাশ দুটি দেখতে মমির মতো ছিল, কঙ্কাল হয়নি। পরে ধর্মীয় বিধানমতে আবার দাফন করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা খতিয়ে দেখছি।’
ভোলার দৌলতখানে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশু মারা গেছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর এলাকার সৈয়দউদ্দিন বাড়িতে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেমুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে মোহাম্মদ আলী (৮) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুরে ঝগড়া থামাতে গিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামে গতকাল সোমবার রাতে ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মোকশেদ আলী (২৮)। তিনি ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
২০ মিনিট আগেখাগড়াছড়িতে মৃত নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি পৌরসভার ব্রিজসংলগ্ন ময়লা-আবর্জনার জায়গায় মৃতদেহটি পাওয়া যায়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা এ তথ্য নিশ্চিত করেন।
২২ মিনিট আগে